Header Ads

৭৪ তম স্বাধীনতা দিবসে গোটা অসমবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন


 ছবি, সৌ- আন্তৰ্জাল

 অমল গুপ্ত , মুখ্য সম্পাদক, নয়া ঠাহর
 অতিমারি করোনা পরিস্থিতি সামলাতে গত ৮ মাস ধরে আমরা সকলেই অক্লান্ত লড়াই চালিয়ে যাচ্ছি। দেশে এবং রাজ্যে বেশ কিছু অপ্ৰীতিকর ঘটনাও ঘটেছে। কারোর শরীরে অতিমারি করোনা পজিটিভ ধরা পড়লে তাকে মনোবল দেওয়ার পরিবৰ্তে সমাজের একাংশের মনে অচ্ছুত একটা মনোভাব প্ৰকাশ পেয়েছে। বাড়িতে ঘন্টার পর ঘন্টা করোনার রোগী পড়ে থাকলেও তিনি সময়মতো চিকিৎসা পরিষাবা পাচ্ছেন না। এইরকম আরও বহু ঘটনার সাক্ষী রয়েছেন আমাদের দেশ এবং রাজ্যবাসী। কেউ অচ্ছুত নয়, আমাদের মানবিকতার মনোভাব রাখতে হবে। সতৰ্ক থাকতে হবে। অকারণে অপ্ৰয়োজনে ভিড় জমায়েত না করে বাড়িতে নিভৃতবাস কাটানোটাও করোনার বিরুদ্ধে লড়াই। আসুন আমরা সবাই মিলে এই সংকটময় পরিস্থিতিতে জাতি-ধৰ্ম-বৰ্ণ নিৰ্বিশেষে স্বাস্থবিধি মেনে এবং সরকারের বেঁধে দেওয়া কোভিড-১৯এর সমস্ত প্ৰোটোকল মেনে অতিমারিকে প্ৰতিহত করতে অঙ্গীকারবদ্ধ হই।  দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসে গোটা অসমবাসীর প্ৰতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। 



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.