Header Ads

হিমন্ত, পীযুষ বার বার তরুণ গগৈ, আজমলকে আক্রমণ করে বুঝিয়ে দিচ্ছেন তারা ভয় পেয়েছেন


অমল গুপ্ত, গুয়াহাটি : ২০২১ সালের বিধানসভার নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে। শাসক বিজেপি কংগ্রেস দলের তৎপরতা বহুগুণ বেড়ে গেছে। এআইইউডিএফ-কংগ্রেস মিত্রতা হলে বিজেপি বিপদে পড়বে, তা বিরোধী দল নয়, বিজেপির নেতা-মন্ত্রীরা বার বার বুঝিয়ে দিচ্ছে, তারা ভয় পেয়েছে। গণতান্ত্রিক পরম্পরা মেনে, সংসদীয় ব‍্যবস্থায় যে কোনও দল যে কোনো দলের সঙ্গে মিত্রতা করতে পারে। কিন্তু এআইইউডিএফ-কংগ্রেস দলের সঙ্গে প্রাথমিকভাবে সমঝোতা করায় বিজেপি মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এবং সাগরেদ মন্ত্রী পীযুষ হাজরিকা যেভাবে যে ভাষায় বদরুদ্দিন আজমল এবং তার দলকে ক্রমাগত আক্রমণ করছেন তাতে মনে হচ্ছে দেশ বিরোধী কোনো শক্তির সঙ্গে কংগ্রেস সমঝোতা করছে। বদরুদ্দিন আজমলের সঙ্গে হিমন্তবিশ্ব শর্মার সখ্যতা বহুদিনের। সেই বদরুদ্দিন বিজেপি ছেড়ে কংগ্রেস দলের হাত ধরায় দুই মন্ত্রী প্রায় পাগল হয়ে গেছেন। প্রায় ৯০ বছরের বৃদ্ধ প্রাক্তন মুখ্যমন্ত্রী যার একান্ত চেষ্টায় এই  মিত্রতা হয়েছে সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে আপত্তিকরভাবে আক্রমণ করে নিজেদের দুর্বলতা প্রকাশ করে দিচ্ছে। এই সমঝোতা ভেঙে দেবার চেষ্টা শুরু হয়ে গেছে। বদরুদ্দিন আজমল রাজনীতিবিদের আগে একজন সফল সুগন্ধি ব্যবসায়ী। সারা বিশ্বে এই ব্যবসা ছড়িয়ে আছে। জিএসটি সহ বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সাহায্য নিতে হয়। বিজেপি সরকার সময় বুঝে আজমল সায়েবকে সাবধান করে দেবে বা ভয় প্রলোভন দেখাবে। ব্যবসার ক্ষতি চাইবেন না, বিজেপির বিরুদ্ধে যেতেও পারবেন না। বিজেপির মৃনাল শইকিয়া আজ সেদিকে ভেবে বলেছেন, কংগ্রেস সমঝোতায় শেষ পেরেক পুতবে এআইইউডিএফ। অন্যদিনের মতো আজও বিজেপি দুই মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ও পীযুষ হাজরিকা নিয়ম করে কংগ্রেস এআইইউডিএফ-কে গালিগালাজ করেছেন। আজ হিমন্তবিশ্ব শর্মা বলেন, পুত্রের প্রেমে অন্ধ তরুণ গগৈ সাংসদ পুত্র গৌরবকে ভবিষ্যতে মুখ্যমন্ত্রী করার জন্যে বদরুদ্দিন আজমলের সঙ্গে হাত মেলালেন। পীযুষ হাজরিকা ও কংগ্রেস দলকে বিশ্বাসঘাতক দুমুখো বলে সমালোচনা করেন। এই মন্ত্রী বার বার দুর্বলতা করে বলে বুঝিয়ে দিচ্ছেন এআইইউডিএফ-কংগ্রেস সমঝোতা হলে বিজেপি বিপদে পড়বে। আজ বিজেপি কংগ্রেস দলে এক ঝাঁক করে শিল্পী, গায়ক, যোগ দেন। সীমান্ত শেখর আবার বিজেপির জয় গান গাইলেন, আকৌ আবার বিজেপি সরকার। এদিকে, কংগ্রেস দলে বাবু, অজয়, নেকিব তিন গায়ক যোগ দিলেন। বাবু গাইলেন 'প্যাডেল মারি মারি কংগ্রেস দলে জাম'।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.