Header Ads

বিধানসভার ৭ জন কর্মী সহ অন্য কাজে নিয়োজিত ৪ জন, ১১ জন কোভিড ১৯-এ আক্রান্ত


অমল গুপ্ত, গুয়াহাটি : দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছুঁয়েছে। অসমে ৫০ হাজার অতিক্রম করেছে। তবে সুস্থতার হার সন্তোষজনক ৩৫ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত ১২০ জনের বেশি মারা গেছেন। তিনসুকিয়া, মাকুমে লকডাউন ঘোষণা করা হয়েছে। ডবকার মানুষ লকডাউন দেবার দাবি জানিয়েছে। শহর থেকে গ্রামের দিকে মারণ রোগ করোনা ছড়াচ্ছে। অসম বিধানসভার ১১ জনের দেহে করোনা পজিটিভ ধরা পড়েছে বলে   বিধানসভার প্রধান সচিব মৃগেন্দ্র কুমার ডেকা জানান। তিনি বলেন, ৭ জন অফিসের কর্মী বাকি ৪ জন সি আর পি এফ, ক্যান্টিন বয় ও সাফাই কর্মী যারা বিধানসভার কাজে নিয়োজিত। জানান, আক্রান্তদের অফিসে আসতে বারণ করা হয়েছে। প্রধান সচিব জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে অফিস চালানো হচ্ছে। ১৮ আগস্ট বি এ সি কমিটির বৈঠকে বিধানসভার অধিবেশনের সময় সূচি ঠিক করা হবে। ৩১ আগস্ট থেকে বিধানসভা শুরু হবে। সাত দিন হয়তো চলতে পারে বলে তিনি জানান। তখন যদি করোনা সংক্রমণ বেড়ে যায়?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.