Header Ads

গুয়াহাটির চান্দমারিতে জে এফ ফাউন্ডেশনের ত্রাণ সামগ্রী বিতরণ সাংবাদিকদের



নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : করোনার সংক্রমণের জন্য সমগ্র দেশে বিপদের সম্মুখীন হচ্ছে সাধারণ জনসাধারণ। এই বিপদের সময় জে এফ ফাউন্ডেশন রাজ্যের প্রায় ৭৫ হাজারেরও অধিক লোককে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় করোনার ফলে বিপদে পরা মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছে সংগঠনটি। সোমবার গুয়াহাটির চান্দমারিতে জে এফ ফাউন্ডেশন ২০০ সাংবাদিকদের হাতে ত্রাণ সাহায্য তুলে দিয়েছে।
উল্লেখযোগ্য যে ২০১০ সালে এই সংগঠনটিকে তৈরি করা হয়েছে। লাউসের প্ৰসিদ্ধ ব্যবসায়ী হাবিব মহম্মদ চৌধুরী তার পিতা ফজলুর রহমান চৌধুরী ও মা জাহানারা বেগম চৌধুরীর নামে গঠন গঠন করা হয়েছিল এই সংগঠনটি। সুদীর্ঘ ১০ বছর জে এফ ফাউন্ডেশনের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে আসছে দুই ভাই হাবিব মহম্মদ চৌধুরী ও সাদিক মহম্মদ চৌধুরী। বিগত ৪ মাসে করোনার ফলে বিপদে পরা প্ৰায় ৭৫ হাজারেরও অধিক পরিবারকে সাহায্য করতে সক্ষম হয়েছে। অন্যদিকে, বন্যায় পীড়িত প্ৰায় ২৫ হাজার লোককে এই সংগঠনটি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.