Header Ads

ভারত সরকারের আইনে ফেঁসে গিয়ে HDFC-র কেনা সমস্ত শেয়ার বিক্রি করতে বাধ্য হল চিন !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়

করোনা ভাইরাস আর লকডাউনের মধ্যে চিনের সেন্ট্রাল ব্যাংক পিপলস অফ চায়নার (The People’s Bank of China) তরফ থেকে HDFC ব্যাংকের অংশিদারিত্ব কিনেছিল। এরপর চিনের সাথে ভারতের সীমান্ত নিয়ে উত্তেজনার পর কেন্দ্র সরকারের তরফ থেকে একের পর এক চিন-ভারত বাণিজ্যিক সম্পর্ক ভেঙে দেওয়া হলে, বিরোধীরা প্রশ্ন তুলেছিল যে, HDFC ব্যাংকের শেয়ার নিয়ে কি করা হবে? এমনকি এও বলা হচ্ছিল যে, সরকার একদিকে চিনের বিরোধিতা করছে আরেকদিকে HDFC ব্যাংক চিনের হাতে তুলে দিচ্ছে।

এরপর সরকার বিদেশী বিনিয়োগের নিয়মে বদল এনে সেটিকে আরও কড়া করে দেয়। এরফলে চিনের সেন্ট্রাল ব্যাংক পিপলস অফ চায়না ভারতের বেসরকারি সেক্টরে সবথেকে বড় হাউসিং কোম্পানি HDFC থেকে নিজেদের অংশিদারিত্ব বিক্রি করে দেয়। এপ্রিল মাসে পিপলস ব্যাংক অফ চায়না HDFC তে ১.০১ শতাংশ শেয়ার কিনতে ৩ হাজার ৩০০ কোটি টাকার বিনিয়োগ করেছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.