Header Ads

পশ্চিমবঙ্গে আগস্ট মাসে ৭ দিন সম্পূর্ণ লকডাউন ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলন ডেকে আগামী আগস্ট মাসে ৭ দিন সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেন। কাল ২৯ জুলাই আগের ঘোষণা অনুযায়ী লকডাউন হবে।  আগস্ট মাসে ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪ এবং ৩১ আগস্ট সম্পুর্ণ লকডাউন, সেই ৭ দিন ট্রেন, বিমানও চলবে না। মুখ্যমন্ত্রী বলেন, করোনার চেন ভাঙতে এই লকডাউনের প্রয়োজন আছে। তিনি জানান, পরিস্থিতি ভালো হলে আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন থেকে বিদ্যালয় খোলার চেষ্টা হবে। একদিন অন্তর বিদ্যালয় খোলা হবে। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেছে। মারা গেছেন প্রায় ১৪০০ জন। দেশে আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ছাড়িয়ে গেছে, ৩২ হাজারের বেশি মারা গেছেন। অসমে ৩৩ হাজার আক্রান্ত হয়েছে। মারা গেছে ৮০ জনের বেশি। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৬,২৮৮৪৯৯ জন, মারা গেছেন ৬৪৯৮৮৪ জন। ভারতে প্রস্তুত করোনা প্রতিষেধক কোভাকসিনের প্রাথমিক পরীক্ষা সফল হয়েছে। অক্সফোর্ডের ভ্যাকসিন ইতিমধ্যে বাজারে চলে এসেছে। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে এস এ আর এস সি ও  ভি টু  ভাইরাস নিয়ে কাজ করে কোভ্যাক্সিন প্রতিষেধক তৈরি করা হয়েছে। ২ ও ৯ আগস্ট লকডাউন হবে না বলে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.