Header Ads

কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলায় স্বাস্থ্যমন্ত্রীর কোনো পরিকল্পনা নেই, অস্বাস্থ্যকর পরিবেশে ডাক্তারদের কাজ করতে বাধ্য করানো হচ্ছে, আই এম এ-এর গুরুতর অভিযোগ


অমল গুপ্ত, গুয়াহাটি : স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা অসমে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে খুব ভালো কাজ করছেন। বাস্তবে তা দেখাও যাচ্ছে। তিনি রাত দিন পরিশ্রম করছেন। কিন্তু ইন্ডিয়ান মেডিক্যাল অ্যসোসিয়েশনের অসম শাখা মোটেই সন্তুষ্ট  নয়। সরাসরি স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে  কাঠগড়ায় দাঁড়া করিয়ে লিখিতভাবে অভিযোগ করেছে। করোনা মোকাবিলায় পরিকল্পনার অভাব আছে। যারা দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন সেই ডাক্তারদের স্বাস্থ্যের প্রতি কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। ডাক্তারদের সংখ্যা না বাড়িয়ে অপরি কল্পিতভাবে বেডের সংখ্যা বাড়ানো হচ্ছে। প্রচন্ড গরমে এ সি ছাড়া পি পি ই কিট পড়ে ডাক্তারদের এক নাগাড়ে ১১ দিন ডিউটি করানো হচ্ছে বলে গুরুতর অভিযোগ করেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যসোসিয়েশনের রাজ্য সভাপতি ডাক্তার সত্যজিৎ বরা, সম্পাদক  ডাক্তার হেমাঙ্গ বৈশ্য, ডাক্তার  রাজুমানি শর্মা প্রমুখ আই এম এ-এর ডাক্তাররা। তাদের প্রশ্ন, ডাক্তারদের মধ্যে এত সংক্রমণ  ছড়াচ্ছে কেন? হোম কয়রেন্টিন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সাধারণ উপসর্গ থাকা রুগীদের কেন কোভিড হাসপাতালে পাঠানো হচ্ছে বলেও প্রশ্ন তোলা হয়েছে। আর্থিক অবস্থা ভালো নয়। হাসপাতাল পরিচালনা করতে উপযুক্ত পরিকাঠামোর দরকার তা নেই, তাই কেন হোম কয়রেন্টিনে না পাঠিয়ে কোভিড হাসপাতালে পাঠানো হচ্ছে?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.