Header Ads

হাইলাকান্দি করোনা গণসংক্রমণের তালিকায় বরাক সেরা, ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৮


সানি রায়, হাইলাকান্দি : বরাকের সেরা স্থান দখল করেছে গণসংক্রমণের তালিকায় হাইলাকান্দি। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৮। ফের জিলা প্রশাসনের ৭ জন কর্মচারীর দেহে কোভিড পজিটিভ ধরা পড়ায় আতঙ্কিত জিলাবাসী।  এমনিতেই জিলার স্বাস্থ্য পরিকাঠামো নড়বড়ে। প্রাপ্ত সূত্রে জানা যায়, পাঁচগ্ৰামের এক করোনা উপসর্গ থাকা গুরুতর অসুস্থ রোগীকে পরিকাঠামোর অভাবে হাইলাকান্দি সিভিল হাসপাতাল থেকে  শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এমতাবস্থায় জিলা প্রশাসন যদি এই গণসংক্রমণ প্রতিরোধে তড়িঘড়ি কঠোর ব্যবস্থা না নেয় তবে অন্যান্য শহরের মতো এই জিলাও হটস্পট জোন হিসেবে চিহ্নিত হবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। সেইসঙ্গে উক্ত জিলার স্বাস্থ্য পরিষেবার মান উন্নত করে আই.সি.ইউ তথা ভেন্টিলেশনে র ব্যবস্থা করে জরুরী কালীন কভিড পজিটিভ রোগীর চিকিৎসা প্রদান করার পর্যাপ্ত পরিকাঠামো গড়ে তুলতে বিভাগীয় মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করছেন জিলার অধিকাংশ সচেতন নাগরিক। আরেকদিকে গণ সংক্রমণের প্রতিরোধে জিলা প্রশাসন আরো ও কঠোরতা অবলম্বন ছাড়া বিকল্প উপায় নেই বলে ধারণা জিলার সচেতন  মহলের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.