Header Ads

ছাত্র বৃত্তির ৫০০ কোটি টাকার দুর্নীতির সি বি আই তদন্ত চেয়ে কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের অবস্থান ধর্মঘট


অমল গুপ্ত, গুয়াহাটি : অসম  প্রদেশ কংগ্রেস কমিটির সংখ্যালঘু  বিভাগের উদ্যোগে আজ গুয়াহাটি রাজীব ভবনে ছাত্র বৃত্তির ৫০০ কোটি টাকার সি বি আই তদন্ত দাবি করে অবস্থান ধর্মঘট পালন করা হয়। সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান সলমন খানের পরিচালনায় অনুষ্ঠিত এই ধর্মঘটে প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার ভুমিধর বর্মন সহ কংগ্রেস দলের সংখ্যালঘু বিভাগের বহু কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন। সলমন খান অভিযোগ করেন, সংখ্যালঘু উন্নয়ন বিভাগের চেয়ারম্যান মমিনুল আওয়াল স্বয়ং ছাত্র বৃত্তির নামে ৫০০ কোটি টাকা দুর্নীতির কথা স্বীকার করেছেন। এই দুর্নীতিতে একাংশ শিক্ষক, অফিসার, বিদ্যালয় পরিদর্শক জড়িত হয়ে আছে। তাদের  অবিলম্বে  শনাক্ত করে কঠোর শাস্তির সঙ্গে পুরো ঘটনা  সি বি আই-কে দিয়ে তদন্তের দাবি জানান। তিনি অভিযোগ করেন, এই ব্যাপক দুর্নীতির সঙ্গে বরাক ব্রহ্মপুত্র  উপত্যকার বহু বিজেপি নেতা জড়িত। প্রাক্তন  মুখ্যমন্ত্রী ভুমিধর বর্মন এই দুর্নীতিকে বিজেপি সরকারের চরম লজ্জাজনক  কাজ  বলে অভিহিত করে বলেন, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্সের কথা বলছেন। অপদিকে, ছাত্র বৃত্তির টাকা কেলেঙ্কারি নিয়ে চুপ করে আছেন। প্রদেশ কংগ্রেসের  সম্পাদক দাইয়ান  হুসেন, মুবারক হোসেন, মফিজুল  হোসেন, হান্নান আলী আহমেদ, রাজীব আহমেদ, বাপুকন আলী, এলিন স্বর্গীযারি, শাহ আজমিরা আদিল,  তরজিমা বেগম, প্রমুখ  ধর্মঘটে  সামিল হন।  সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান বিজেপি সরকারের কঠোর সমালোচনা করে বলেন,  বিজেপি সরকার  আগামী নির্বাচনে অর্থ সংগ্রহের জন্য কয়লা, পান, সুপারি, গরু  প্রভৃতির সিন্ডিকেট শুরু  করেছে। মুখ্যমন্ত্রী  ছাত্র বৃত্তির ৫০০ কোটি টাকার  তদন্ত সি বি আই এর অর্পণ না  করলে  কংগ্রেস দল জেলা মহকুমা  তে এমন কি মুখ্যমন্ত্রীর কার্য্যালয়ের সামনে   প্রতিবাদ আন্দোলন করবে।  আজ  আন্দোলনকারীরা মমিনুল আওয়ালের পদত্যাগ দাবি করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.