Header Ads

পার্বত্য পরিষদের সিইএম দেবোলালের পদত্যাগের দাবিতে সরব ডিমা হাসাও কংগ্রেস

   বিপ্লব দেব, হাফলং, ৩০ জুনঃ 
  উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবোলাল গার্লোসার পদত্যাগের দাবীতে এবার সরব হল বিরোধী দল কংগ্রেস।

মঙ্গলবার ডিমা হাসাও জেলা কংগ্রেসের পক্ষ থেকে হাফলং রাজীব ভবনে এক সাংবাদিক সম্মেলন করে জেলা কংগ্রেসের সাধারন সম্পাদক কালীজয় সেঙ্গেইয়ং বলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের তদানীন্তন সিইএম পূর্নেন্দু লাংথাসা ও ইএম নিন্দু লাংথাসার হত্যাকান্ড নিয়ে ডিমা হাসাও পুলিশ হাফলং সিজেএম কোর্টে যে চার্জশিট দাখিল করেছে এতে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের বর্তমান সিইএম দেবোলাল গার্লোসা সহ মোট ছয় জনকে অভিযুক্ত করা হয় বলে মন্তব্য করে কালীজয় সেঙ্গইয়ং বলেন পূর্নেন্দু নিন্দু হত্যাকান্ডের মামলায় দেবোলাল গার্লোসাকে পুলিশ অভিযুক্ত করে চার্জশিট দাখিল করার পর ও দেবোলাল গার্লোসাকে নৈতিক দায়িত্ব নিয়ে সিইএম পদ থেকে পদত্যাগ করা উচিত ছিল। এমনকি দেবোলাল গার্লোসাকে চার্জশিটে অভিযুক্ত করার পর ও রাজ্য বিজেপির সভাপতি রঞ্জিত দাস ও অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল কোনও পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ উত্থাপন করে কালীজয় সেঙ্গইয়ং বলেন ২০১১ সালে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের তদানীন্তন অধ্যক্ষ দেপোলাল হোজাইর বিরুদ্ধে দূর্নীতির মামলায় সিবিআই চার্জশিট দাখিল করার পর সে সময় দেপোলাল হোজাই নৈতিক দায়িত্ব নিয়ে পার্বত্য পরিষদের অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করে ছিলেন। তিনি বলেন একই ভাবে দেবোলাল গার্লোসার নৈতিক দায়িত্ব নিয়ে সিইএম পদ থেকে পদত্যাগ করা উচিত ছিল বলে মন্তব্য করে কালীজয় সেঙ্গইয়ং বলেন ষষ্ট অনুসূচির নিয়ম অনুসারে অসমের রাজ্যপাল দেবোলাল গার্লোসাকে পার্বত্য পরিষদের সিইএম হিসেবে নিয়োগ করেছিলেন তাই এবার রাজ্যপাল যাতে দেবোলাল গার্লোসাকে সিইএম পদ থেকে বরখাস্ত করে এই দাবি জানিয়ে ডিমা হাসাও জেলা কংগ্রেসের সাধারন সম্পাদক কালীজয় সেঙ্গইয়ং বলেন আগামী ১০ জুলাইর মধ্যে যদি এনিয়ে রাজ্য সরকার কোনও পদক্ষেপ গ্রহন না করে তাহলে কংগ্রেস দল গনতান্ত্রিক ভাবে এনিয়ে আন্দোলন শুরু করবে। এদিন সাংবাদিক সন্মেলনে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা মহেন্দ্র কেম্প্রাই, অরিপম বডো,আচিং জেমি ও দিপালী হাপিলা প্রমুখ। উল্লেখ্য ২০০৭ সালের ৪ জুন সে সময়ের ত্রাস সৃষ্টিকারী ডিএইচডি (জে) জঙ্গি সংগঠন আলোচনার জন্য ডেকে নিয়ে গিয়ে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের তদানীন্তন সিইএম পূর্নেন্দু লাংথাসা ও ইএম নিন্দু লাংথাসাকে হত্যা করেছিল। এবং ১৩ বছর অবশেষে অসম পুলিশ এই হত্যা মামলার চার্জসিট হাফলং সিজেএম কোর্টে দাখিল করে গত ২৫ জুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.