Header Ads

মেঘালয়ে বাঙালিদের উপর নির্যাতনের প্রতিবাদে আমরা বাঙালি -র বিক্ষোভ আগরতলায়


অনুপম পাল, বালিপিপলা : গত ৩ জুলাই মেঘালয়ের রাজধানী শিলঙে ছয় জন বাঙালি যুবক কুড়িজন খাসিয়া দুষ্কৃতিকারীর আক্রমণে আহত হন।  এছাড়া, মেঘালয়ের একটি ছাত্রসংগঠন অতি শীঘ্র বাঙালিদের  মেঘালয় ছেড়ে চলে যাওয়ার জন্য হুঁশিয়ারি দিয়েছে বলে জানা গেছে। এর পরিপ্রেক্ষিতে আগরতলার বিশিষ্ট সংগঠন আমরা বাঙালির কর্মকর্তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং সংগঠনের পক্ষ থেকে মেঘালয়ে বাঙালিদের নির্যাতিত হওয়ার ঘটনাটি সরকারকে জানানো হয়।  তাছাড়া,   উত্তর-পূর্ব ভারতের প্রতিটি রাজ্যে যেভাবে বাঙালিদের উপর নির্যাতন হচ্ছে, এইসব রাজ্যে বাঙালিদের উপর নির্যাতন বন্ধ করার জন্য রাজ্য সরকার তথা ভারত সরকারকেও জানানো হয়েছে। সেইসঙ্গে ফের বাঙালিদের গায়ে হাত উঠলে তারা বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত থাকবেন বলে আমরা বাঙালি সংগঠন সূত্রে খবরটি প্রকাশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.