Header Ads

ভাইরাসের চেয়ে ক্ষুধায় বেশি মানুষ মারা যেতে পারে : অক্সফ্যাম !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়
বিশ্বে প্রতিদিন ১২ হাজারেরও বেশি মানুষ মারা যেতে পারে খাবার না পেয়ে। যার হার করোনাভাইরাসের চেয়ে বেশি।  এমন আশঙ্কার কথা প্রকাশ করছে অক্সফ্যাম।

দাতব্য এই সংস্থা বলছে, চাকরি হারানো, খাবার উৎপাদন কমে যাওয়া এবং পরিবহনে বাধা নেতিবাচক ভূমিকা নিয়ে আসবে। খাবার না পেয়ে মারা যেতে পারে মানুষ এমন দশটি দেশের নাম ঘোষণা করেছে অক্সফ্যাম। দেশগুলো হলো-ইয়েমেন, কঙ্গো, আফগানিস্তান, ভেনিজুয়েলা, পশ্চিম আফ্রিকান সাহেল, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, সুদান ও হাইতি।
করোনার কারণে চারদিকে জারি করা হয়েছে কঠোর লকডাউন। এতে বিপাকে পড়েছে বিপুলসংখ্যক মানুষ। সেই সঙ্গে করোনার কারণে খাবারের সংকটও দেখা দিতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.