Header Ads

প্ৰয়াত নৃত্য শিল্পী অমলাশঙ্কর

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ২৪জুলাইঃ প্ৰয়াত নৃত্য শিল্পী অমলাশঙ্কর। গত মাসেই তাঁর ১০১তম জন্মদিন পালন করেছিলেন পরিবারের সদস্যরা। বাৰ্ধক্যজনিত অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তাঁর মৃত্যুতে শোক প্ৰকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়। 


 ছবি, সৌঃ আন্তৰ্জাল
১৯১৯ সালের ২৭ জুন তাঁর জন্ম। ১৯৩১ সালে মাত্ৰ ১১ বছর বয়সে তিনি অংশগ্ৰহণ করেন প্যারিসের ইন্টারনাশনাল কলোনিয়াল এগজিবিশনে। সেখানেই শঙ্কর পরিবারের সঙ্গে তাঁর পরিচয় হয়। কিছুদিন পর উদয় শঙ্করের কাছে তিনি তালিম নিতে শুরু করেন। তারপর ১৯৪২ সালে তাঁদের বিয়ে হয়। তারপর উদয় এবং আমলা শঙ্কর বিখ্যাত নৃত্যশিল্পীদের মধ্যে অন্যতম হয়ে ওঠেন।

 ১৯৭৭ সালে উদয় শঙ্কর প্ৰয়াত হন। এবার আমলা শঙ্করের মৃ্ত্যুর পর বাংলা নৃত্য জগতে একটি যুগের অবসান হল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.