Header Ads

বরাক উপত‍্যকার কৃষ্টি ও সংস্কৃতি সংকটে ফেলার খেলা চলছে কি?

নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : বরাক উপত্যকার কৃষ্টি ও সংস্কৃতি দীর্ঘদিন ধরে শিলচর দূরদর্শন কেন্দ্রের মাধ্যমে প্রতিফলিত হতো তা প্রসার ভারতীর অধীনে থাকা নতুন দিল্লির দূরদর্শন ডিরেক্টর জেনারেলের কার্যালয় থেকে বন্ধ করার নতুন নির্দেশ জারি করার পরিপ্রেক্ষিতে গতকাল থেকে অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার ফলে উপত্যকাবাসীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শিলচরের বর্তমান সাংসদ ডাঃ রাজদীপ রায় ও প্রাক্তন সাংসদ সুস্মিতাদেব সহ বরাক উপত্যকার বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে  ইতিমধ্যে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকরকে পত্র প্রেরণ করে স্থানীয় অনুষ্ঠান প্রোডাকশন ও সম্প্রচার পুনরায় চালুর দাবি জানানো হয়েছে । এছাড়া, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে আজ প্রতিবাদী কার্যসূচি পালন করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.