ডি-ওয়াই৩৬৫ সাংবাদিককে গ্রেফতারের প্রতিবাদ, মন্ত্রী কলিতার অশালীন মন্তব্যর প্রতিবাদ
নয়া ঠাহর, গুয়াহাটি : ডি-ওয়াই ৩৬৫ চ্যানেলের ধুবড়ির সাংবাদিক রাজীব শর্মাকে রাত ২ টায় ধুবড়ি পুলিশ অসুস্থ বাবার সামনে গ্রেফতার করে নিয়ে যায়। গ্রেফতারের পরেই বাবা প্রচন্ড শক পেয়ে মারা যান। বনবিভাগের দুর্নীতি নিয়ে রিপোর্ট করেছিলেন শর্মা, ডি এফ ও-র অভিযোগের ভিত্তিতে রাতের মধ্যে চোর ডাকাতের মত পুলিশ গ্রেফতার করে। বিজেপি দলের মধ্যে প্রতিবাদের ঝড় উঠেছে। ওদিকে, মন্ত্রী ভবেশ কলিতা বাঙালি জাতি সম্পর্কে অশালীন মন্তব্য করে বলেছেন, "বাঙালি খচ্চর জাতি", তা নিয়ে সারা অসম বাঙালি যুবছাত্র ফেডারেশনের বি টি এডি জোনাল কমিটি তীব্র প্রতিবাদ করেছে। এই কমিটির সভাপতি গোপাল ঘোষ, সম্পাদক শুভজিত সূত্রধর প্রতিবাদ করে বলেন, আগামী নির্বাচনের জবাব বিজেপি পেয়ে যাবে।
কোন মন্তব্য নেই