Header Ads

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল


সানি রায়, পাঁচগ্ৰাম : বিনা উপসর্গতেই মহামারী করোনার ত্রাহি ত্রাহি রব পরিলক্ষিত হচ্ছে সর্বত্র। তবে, শীঘ্রই প্রতিষেধক আসার খবর চাউর হলেও তার আগে কোভিড-১৯ কে প্রতিহত করতে নিজেদেরকে সংযত রেখে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোই শেষ বিকল্প এটা মনে রাখা খুবই প্রয়োজন। উদাহরণ হিসেবে বরাক উপত্যকার জনপ্রতিনিধিদের তালিকায় প্রথম করোনা পজিটিভ রোগী পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, আমাদের সংবাদ প্রতিনিধিকে টেলিফোনিক বার্তালাপের মাধ্যমে তার অনুভূতির কথা বলতে গিয়ে কিছু তথ্য তুলে ধরেন। সেই তথ্য অনুযায়ী জানা যায়, লালারস পরীক্ষার ফল পজিটিভ আসার পরেও  উনার তেমনকিছু উপসর্গ না থাকলেও কোভিড পজিটিভ রোগী হিসেবে তাকে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে চিকিৎসাধীন হতে হয়েছে। যদিও উনার নিজের নিত্যদিনের তুলনায় ক্লান্তিবোধ ও অক্ষমতা ছাড়াও অজানা কিছু উপসর্গ দেখা দিয়েছিল, তবে, উনার যথেষ্ট মনোবল বৃদ্ধি সহ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যতালিকায় কিছু পরিবর্তনের ফলে এবং  প্রথমাবস্থায় উপযুক্ত ভিটামিন সি, মাল্টিভিটামিন, সবুজ চা, লেবুর সরবত সহ প্রোটিনযুক্ত খাবার খাওয়ার সাথে সাথে গরমজল সহযোগে কুলকুচি এবং প্রতি মুহূর্তে গরমজল সেবন করার ফলেই ফের নিগেটিভ হয়ে বাড়ি ফিরতে সক্ষম হয়েছেন বলে তিনি জানান। তাছাড়া, বিধায়ক আরও বলেন যে, কোভিড-১৯ একধরনের ভয়াবহতা নিয়ে এলেও বর্তমানে কিছুটা ব্যক্তিগত নিয়ন্ত্রণে রয়েছে। তাই রাজ্যে এবার আসন্ন অশণিসংকেতকে সহযোগিতা করে ও প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাই একমাত্র উত্তম পন্থা বলে স্পষ্ট জানান তিনি।  তবে, বর্তমানে হু হু করে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকা, তাছাড়া, অন্যদিকে মানুষের লালারস পরীক্ষার রিপোর্ট না মানা এবং এসব ব্যাপারকে নিছক রাজনৈতিক স্বার্থ বলে আখ্যা দেওয়ার ব্যাপারে জানতে চাইলে বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন, গোটা বিশ্বের সঙ্গে একই সাথে পাঞ্জা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই ল্যাব রিপোর্ট তখনই সঠিক মনে হবে যখন, চীনের "হুয়ান" শহরের বাস্তব রূপ বরাকের আনাচে কানাচে পরিলক্ষিত হবে। তাই বর্তমানকে লক্ষ্য রেখে ও নিজেদের নিয়ন্ত্রণ ক্ষমতা বৃদ্ধি করে সকল নাগরিকদের সরকারকে সহযোগিতা করার আর্জি জানান এবং জীবন বাঁচানোর লড়াইয়ে রাজনৈতিক শব্দের অপব্যবহার বন্ধ করার ও আর্জি জানান বিধায়ক কৃষ্ণেন্দু পাল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.