Header Ads

রাজ্যে বন্যার বিভীষিকা, করোনার ত্রাস, এর মাঝে শাসক বিরোধী দল আক্রমণ, প্রতি আক্রমণে ব্যস্ত

অমল গুপ্ত, গুয়াহাটি : মারণ রোগ করোনা সংক্রমণ রাজ্যে বেড়েই চলেছে। ৩০টি জেলাতে বন্যার বিভীষিকা। ৮৫ জনের মৃত্যু হয়েছে। বন্যা দুর্গত মানুষ ত্রাণ সাহায‍্যের দাবিতে হাহাকার করছে। পাশাপাশি মারণ রোগ করোনা সংক্রমণ বেড়েই চলেছে। গণসংক্রমণ শুরু হয়েছে। এই জটিল সন্ধিক্ষণে সব দলকে বন্যা দুর্গত ও করোনা আক্রান্তদের পাশে গিয়ে দাঁড়ানো উচিত ছিল। তার বদলে শাসক ও বিরোধী দলের মধ্যে আক্রমণ প্রতি আক্রমণ শুরু হয়েছে। কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না। গতকাল কংগ্রেস, এ পি ডব্লিউ-কে আক্রমণ করে স্বাস্থ্য মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, এখন করোনা নিয়ে ব্যস্ত, গোলপোস্ট খালি পরে আছে। সবাই ফাঁকা মাঠে গোল দিয়ে যাচ্ছে। এই দুর্যোগের সময় করোনা নিয়ে বিরোধীরা রাজনীতি করছে। কোরনা সংক্রমণ শেষ হলে প্রতিদিন ১০০টি 
করে গোল দিয়ে বিরোধীদের শেষ করে দেব। আজ বলেন, দেবব্রত, তরুণ গগৈ, রিপুন বরা, এ পি ডব্লিউ প্রভৃতি দল করোনা নিয়ে রাজনীতি করছে। এই রোগ কমে যাওয়ার পর তাদের উপযুক্ত জবাব দেবো। জবাব দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, কংগ্রেস সভাপতি রিপুন বরা, বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া, এ আই ইউ ডি এফের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, আসুর সভাপতি দীপাংক নাথ প্রমুখ। তরুণ গগৈ হিমন্তকে আক্রমণ করে বলেন, করোনা মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন, হতাশাগ্রস্ত হয়ে বিরোধীদের চ্যালেঞ্জ করছে। রিপুন বরা বলেন, হিমন্ত ১০০ টি করে গোল দিয়ে বিরোধীদের কাবু করবেন বলেছেন। রাজ্যের ৩ কোটি ২১ লক্ষ মানুষ প্রতিদিন হাজারেও বেশি গোল দিয়ে হিমন্তকে, বিজেপি সরকারকে পৌযুদস্ত করবে। করোনা মোকাবিলার নামে হিমন্ত রাজ্যে চমক সৃষ্টি করছে। মিথ্যা আশ্বাস দিচ্ছেন। আসুর সভাপতি দীপাংক নাথ অভিযোগ করেন, স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা করোনা সংক্রমণ মোকাবিলার নামে ভয় ও আতঙ্কের সৃষ্টি করছেন। রোগে আক্রান্ত না হয়েও মানুষ ভয়ে মারা যাচ্ছে। সরকারের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে গেছে। এই সময় গরিব ছাত্রছাত্রীদের কথা উল্লেখ করে বলেন, তাদের হাতে মোবাইল নেই, বিদ্যুৎ নেই, ইন্টারনেট নেই, অথচ শিক্ষামন্ত্রী অনলাইন পাঠদান শুরু করেছেন। এ আই ইউ ডি এফের সাধারণ সম্পাদক আমিনুল একদিকে কা আন্দোলন, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, সরকার জিরো টলারেন্সের কথা বলে দুর্নীতিতে লিপ্ত হয়েছে। হিমন্ত মিথ্যা আশ্বাস দিরচ্ছেন আর আস্ফালন করছেন। টক আমকে টক বলতেই হবে বলে তিনি মন্তব্য করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.