Header Ads

অনিন্দিতার রাতারাতি নেগেটিভ পজিটিভ হয়ে গেল?

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অনিন্দিতা রায়  ওদালবাকরার গৃহবধূ ভিডিও বার্তায় দাবি করলেন, তার করোনা সংক্রমণ নেগেটিভ হওয়া সত্ত্বেও তাকে পজিটিভ রোগীদের সঙ্গে থাকতে বাধ্য করা হল। সাবিত্রী ভরালি সেন্টারে টেস্ট করার সময় তার নেগেটিভ এবং স্বামীর পজিটিভ ধরা পড়েছিল, অথচ অ্যাম্বুলেন্স করে খানাপাড়া কোভিড সেন্টারে নিয়ে গিয়ে পজিটিভ রোগীদের বেডে থাকতে বাধ্য করা হয়। তিনি প্রশ্ন তোলেন, তার পজিটিভ হলে কে দায়ী হবেন?
অবাক করার কথা, স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ ডিয়ার অনিন্দিতা বলে সম্বোধন করে  তার অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিলেন। এক সংবাদপত্রকে কাঠগড়ায় দাঁড়া করিয়ে অভিযোগ করলেন, ভিত্তিহীন খবর পরিবেশন করে রোগীর সেবায় নিয়োজিত ডাক্তাদের মনোবল ভেঙে দেওয়া হচ্ছে। রোগীর সেন্টিমেন্টে আঘাত করা হচ্ছে। একজন বধূ বাড়িতে শিশু সন্তানকে ও বৃদ্ধা মাকে ফেলে রেখে এসে মিথ্যা কথা বলবেন? তা কি বিশ্বাস করা যায়? পাড়াপড়শীর অভিযোগ, ভয় বা প্রলোভন দেখিয়ে অনিন্দিতার মুখ বন্ধ করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.