Header Ads

বাসনে চড়ে নদী পার হয়ে হাসপাতালে গর্ভবতী নারী !!

বিশ্বদেব চট্টোপাধ্যায় 

রাস্তা-ঘাট ও পরিকাঠামোর অভাবে নাগরিকদের ভুগতে হয় প্রায়ই। তেমনই এক হৃদয়বিদারক ঘটনার কথা জানা গেল সম্প্রতি।
ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিজাপুরের গোরলায়। সেখানে এক গর্ভবতী নারীকে বাসনে বসিয়ে নদী পার করে নিয়ে যাওয়া হল হাসপাতালে।
 
নদীর ওপর কোনো ব্রিজ না থাকায় মারাত্মক ঝুঁকি নিয়েই গর্ভবতী ওই মহিলাকে বাসনে চাপিয়ে ১৫ কিমি দূরের হাসপাতালে নিয়ে যেতে হয়। পরিবারের সদস্যরা তাঁরা চিকিৎসা ব্যবস্থার গাফিলতিরও অভিযোগ তুলেছেন। গত সপ্তাহে এ ঘটনা ঘটলেও সম্প্রতি তা সামনে এসেছে।
বাসনে করে নদী পেরোনোর পরে লক্ষ্মী ইয়ালাম নামে ওই নারীকে ভোপালপট্টনম কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে।
ব্লক মেডিকেল অফিসার (বিএমও), ভোপালপট্টনম, অজয় ​​রামটেক আশ্বাস দিয়েছেন, এই ঘটনায় চিকিৎসক ও নার্সকে নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি এই ঘটনায় পদক্ষেপ নিতে উচ্চতর কর্মকর্তাদের কাছেও চিঠি পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন।
মিনাকাপল্লীর বাসিন্দা হরিশ ইয়ালামের স্ত্রী লক্ষ্মী মিনুরে তার বাপের বাড়ি গিয়েছিলেন বলে জানা গিয়েছে।
তাঁর বোন জানিয়েছেন, তাঁকে ১৫ কিলোমিটার দূরে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরের দিন তিনি প্রসব বেদনা অনুভব করেন। কিন্তু ডাক্তার ও নার্সরা জানান এখনও ডেলিভারির সময় হয়নি। অবশেষে পরদিন সন্তানের জন্ম দেয় লক্ষ্মী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.