Header Ads

কাজিরঙায় ৮টি গণ্ডার সহ শতাধিক বন্যপ্রাণী জলে ডুবে, গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে

অমল গুপ্ত, গুয়াহাটি : অসমের বিখ্যাত বিপন্ন প্রজাতির গন্ডারের মৃত্যু মিছিল চলছেই। চলিত বন্যার ফলে হরিণ, গন্ডার, বুনো মহিষ, বুনো শূকর সহ শতাধিক জীবজন্তু কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানে জলে ডুবে, গড়ির চাকায় পিষ্ট হয়ে এবং চোরা শিকারিদের খপ্পরে পড়ে প্রাণ হারিয়েছে। ১৪০ টি প্রাণী উদ্যান কর্তুপক্ষ উদ্ধার করেছে বলে উদ্যান সূত্রে জানা গেছে। এপযন্ত ৮ টি গন্ডার, ৪০ টির বেশি হরিণ, বুনো মহিষ, বুনো শূকুর প্রভৃতির প্রাণ গেছে।  ৭ থেকে ৮টি বাঘ   জনপদে চলে আসে, একটিকে ট্রানকুলাইজ করতে হয়।  প্রতিবছর অসমের গর্ব গন্ডারের আবাসভূমি ৯০ শতাংশ ব্রহ্মপুত্র নদের জলে ডুবে যায়। কাজিরঙাকে বন্যা থেকে বাঁচাতে সরকারের কোনো পরিকল্পনা নেই। ৩৭ নম্বর জাতীয় সড়ক কাজিরঙার বুক চিড়ে গেছে। প্রাক্তন বনমন্ত্রী প্রদ‍্যুত বরদলৈ এক উড়ালপুল তৈরির স্বপ্ন দেখিয়েছিলেন। আজও বিজেপি সরকার কিছুই করলো না। প্রতিবছর বন্যার সময় গণ্ডারগুলোকে জলে ডুবে মরতেই হবে। মানুষ চাঁদে পাড়ি জমাচ্ছে, এখানে নিরীহ তৃণভোজী বিপন্ন প্রজাতির এক শৃঙ্গ বিশিষ্ট গণ্ডার জলে ডুবে মরছে। এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.