নয়া ঠাহর প্রতিবেদন, কাটিগড়া : বিপদসীমার উপর দিয়ে বইছে বরাক। তাছাড়া কাটিগড়া সমষ্টিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাঁচটি স্থান বর্তমানে বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে জানা গেছে। ফলে গত বৃহস্পতিবার বন্যা নিয়ন্ত্রণে বাঁধের অবস্থা তথা বরাক নদীর ভাঙন ড্রোন ক্যামেরার মাধ্যমে খোদ পরিদর্শন করতে মাঠে নামলেন জলসম্পদ বিভাগের কাছাড় ইনভেস্টিগেশন ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মাঝারুল ইসলাম। সূত্রে খবরটি প্রকাশ। তাছাড়া কাটিগড়ার জেকে ডাইক সহ বিভিন্ন নদীভাঙ্গন স্পট্ পরিদর্শন করেই বিহিত ব্যবস্থা নিতে জলসম্পদ বিভাগের তৃনমূলকর্মীদেরও জলসম্পদ বিভাগের ঠিকাদারদের বন্যার নদী ভাঙ্গন রোধের জন্য নির্দেশ দেন।

কাটাখাল : সম্প্রতি, মুখ্যমন্ত্রীর ওএসডি শেখর দে'র উদ্যোগে কাটাখাল বাজার সংলগ্ন পল্লী উন্নয়ন সমিতির কার্যালয়ে এক আনুষ্ঠানিক সভার মাধ্যমে করোনার প্রতিরোধে গণ সচেতনতা বৃদ্ধি ও তার মোকাবিলার উপর আলোচনা করা হয়। এবং পরবর্তীতে ওএসডি শেখর দে বাজার এলাকার প্রায় ৫০০ জনের হাতে বিনামূল্যে মাস্ক ও সেনিটাইজার তুলে দেন। সঙ্গে ছিলেন আলগাপুর চক্রাধিকারীক প্রদীপ গুপ্ত, কালিনগর গাঁও পঞ্চায়েতের প্রাক্তন এপি সদস্য ধীমান দে সহ পল্লী উন্নয়ন সমিতির অন্যান্য কর্মকর্তারা সহ প্রমুখ।
পাঁচগ্ৰাম : সারা বিশ্বজুড়ে করোনা মহামারীর প্রকোপ ঠেকাতে অর্থ-বুদ্ধি-বিজ্ঞান প্রায় সবকিছুই অকেজো। এমতাবস্থায় আধ্যাত্মিক পথে ঘুরে দাঁড়ানোর এক সুবর্ণ উদ্যম পরিলক্ষিত হচ্ছে সর্বত্র। এরই সূত্র ধরে বরাকের ঐতিহ্যবাহী তথা প্রতিষ্ঠিত সিদ্ধেশ্বর কপিলাশ্রমে ইতিমধ্যে হাইলাকান্দি জিলা বিজেপির যুবমোর্চার সভাপতি সুরজ সেন সহ অন্যান্য কর্মকর্তারা সম্মিলিত ভাবে বিশ্বশক্তির উদ্যেশ্যে যাগ-যজ্ঞাদির আয়োজন করেন। এবং বিশ্বের অকাল দুর্যোগ থেকে সমস্ত মানবজাতির পরিত্রাণের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। পরিশেষে ভক্তদের মধ্যে মহপ্রসাদ ও বিতরণ করা হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুথ সভাপতি অজিত দাস, আলগাপুর মণ্ডল সভাপতি বিধান চন্দ সহ অন্যান্যরা বলে বিশেষ সূত্রে প্রকাশ।
অনুপম পাল, বালিপিপলা : আছিমগঞ্জ মোটরস্ট্যাণ্ড এলাকার রাস্তা মরণফাঁদে পরিণত হয়েছে। পুরো এলাকার রাস্তাটি গর্ত আর জমা জলের মিছিলে বর্তমানে এক ফিসারিতে পরিণত হয়েছে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে গাড়িঘোড়া সহ এলাকার জনসাধারণ। তাছাড়া, এই রাস্তা দিয়ে রাতাবাড়ির বাসিন্দা তথা করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ ও বিধায়করা প্রায়শই যাওয়া আসা করেন। কিন্তু কারুর দৃষ্টি পড়ছে না এই রাস্তার উপর। এ নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেন এলাকার জনগণ। এবং আগামী বিধানসভা নির্বাচনে এর ফলাফল ভয়াবহ হতে পারে বলেও মন্তব্য করেছেন তারা। তাই অবিলম্বে রাস্তাটি সংস্কার করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার স্থানীয় জনসাধারণ বলে বিশেষ সূত্রে প্রকাশ।
কোন মন্তব্য নেই