Header Ads

ত্রিপুরায় বিনামূল্যে ফল বিতরণ প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- ৪ জুলাই  
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব " মুখ্যমন্ত্রী করোনা প্রতিরোধ অভিযান"-প্রকল্প শনিবার চালু  করলেন আগরতলার চন্দ্রপুর বিপনী বিতানে ।

ছবি, সৌঃ ইন্টারনেট
এই প্রকল্পের আওতায় সরকার প্রতি শনিবার রাজ্য জুড়ে ভিটামিন সি সমৃদ্ধ ফল ও রস বিতরণ করবে সম্পূর্ণ বিনামূল্যে ।

জনগণের ইমিউনিটি বাড়ানো ও করোনার বিরুদ্ধে আরও ভাল লড়তে সহায়তা করার উদ্দেশ্যেই এই প্রকল্প এনেছে ত্রিপুরা সরকার ।

প্রতি শনিবার শহরাঞ্চলের ২৫-টি ও গ্রামাঞ্চলের ৩১৬ -টি জায়গায় ভিটামিন সি সমৃদ্ধ ফল ও রস সরবরাহ করবে সরকার বলে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জানিয়েছেন ।


ফল ও রস দুপুর ১২ টা থেকে ৪ টে পর্যন্ত বিনামূল্যে বিতরণ করা  হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।

তিনি আরও বলেন, যে যতটা ফল খেতে পারেন তা খেতে পারবেন , তবে কাউকে কোনও ফল বা ফলের রস বাড়িতে নিয়ে যেতে দেওয়া হবে না ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.