Header Ads

গুয়াহাটিবাসীকে স্বস্তি দিয়ে চারদিন লকডাউন শিথিল, তিন দিনে ৭৫০ আক্রান্ত রাজভবন ও কন্টেনমেন্ট জোন


অমল গুপ্ত, গুয়াহাটি : অসমের রাজধানী নগরী গুয়াহাটি করোনার হটস্পটে পরিণত হয়েছে। রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের  দুই কর্মচারী করোনা আক্রান্ত হয়েছে। রাজভবন এখন কন্টেনমেন্ট জোনে পরিণত হয়েছে। গত তিনদিনে ৭৫০ জন আক্রান্ত হয়েছে। রাজ্যে ১০ হাজার অতিক্রান্ত করার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ৬৩৪৯ জন সুস্থ হয়ে উঠেছেন, মৃত্যু হয়েছে ১৪ জনের। আজ শনিবার রাজ্যের প্রতি পুরসভা, নগর সমিতি  লকডাউন ঘোষণা করা হয়েছে। রবিবারও তা অব্যাহত থাকবে। প্রতিটি জেলাতে দুদিন করে লকডাউন চলবে এবং সন্ধ্যা ৭ টা থেকে ভোর পর্যন্ত নাইট কারফিউ চলেছে। অসমের এই পরিস্থিতিতে গুয়াহাটিবাসীকে স্বস্তি দেবার জন্যে সপ্তাহে দুদিন ৬ জুলাই সোমবার ও ৮ জুলাই  বুধবার   সকাল ১১ টা থেকে ৪ টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। কামরূপ মেট্রোপলিটন জেলার অন্তর্গত  লকডাউন এলাকার দোকানপাট মাত্র ২০ শতাংশ খোলার অনুমতি দেওয়া হয়েছে। দোকানদার এবং খদ্দের উভয়কে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। রবিবার ৫ জুলাই ও ৭ জুলাই মঙ্গলবার মুদিখানার পাইকারি দোকান তিন ঘন্টার জন্য খোলার অনুমতি দেওয়া হয়েছে। দুপুর ৩ টা  থেকে ৬ টা পর্যন্ত খোলা থাকবে। ৬ জুলাই ও ৮ জুলাই সকাল ৮ টা থেকে ২টা পর্যন্ত ঘরে ঘরে শাক সব্জি ফল পৌছিয়ে দেবার বাবস্থা করেছে কামরূপ জেলা প্রশাসন। এবার থেকে সব পোস্ট অফিস ও বীমা কোম্পানিগুলো খোলার অনুমতি  দেওয়া হয়েছে। মাত্র ১০ শতাংশ কর্মী নিয়ে চালাতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.