Header Ads

হোম কয়রেন্টিনে ১৪ দিনের বদলে ৭ দিন, এখন থেকে সব পরিবার নয় কেবল বি পি এল পরিবার ২ হাজার টাকা পাবে


অমল গুপ্ত, গুয়াহাটি : হোম কয়রেন্টিনে এখন থেকে ১৪ দিনের বদলে ৭ দিন থাকতে হবে। স্বাস্থ্য বিভাগের এক নির্দিশে একথা জানানো হয়েছে। এছাড়াও হোম কয়রেন্টিনে থাকার জন্যে খাওয়া দাওয়া ইত্যাদির ২ হাজার টাকা করে সবকে দেওয়া হত। কিন্তু এখন থেকে যে সব পরিবার দারিদ্র সীমার তলে বাস করে কেবল তাদেরকেই এই টাকা দেওয়া হবে। স্বাস্থ্য বিভাগের মুখ্যসচিব সমীর কুমার সিনহা এই কথা জানান। তিনি স্পষ্ট করে দেন, কোভিড-১৯ আক্রান্ত কোনো রুগীর চিকিৎসার জন্যে কোভিড সেন্টারে থাকতে এক পয়সা লাগবে না। স্বাস্থ্য পরীক্ষার জন্যে কোনো মূল্য দিতে হবে না। তিনি জানান, কোভিড উদ্ভূত পরিস্থিতিতে অসমের যে সব মানুষ বাইরের রাজ্যে থাকতে বাধ্য হয়েছে, তাদেরকে আর্থিক সাহায‍্য দেওয়া অব্যাহত থাকবে। রাজ্যে করোনা সংক্রমণ অব্যাহত আছে। গুয়াহাটি মহানগরে সংক্রমণ কিছুটা কমেছে, তবে জেলাগুলোতে বেড়েই চলেছে। রাজ্যে আক্রান্তের সংখ্যা প্রায় ৩০ হাজার ছাড়িয়ে যাবে। তবে আরোগ্যের সংখ্যা ২৭,৭২১ জন, গুয়াহাটিতে ২৪ ঘন্টায় ৪১৭ জন আক্রান্ত হয়েছে। গুয়াহাটির কেন্দ্রীয় কারাগারে আক্রান্তের সংখ্যা ৪৩৫ জন। গুয়াহাটির আজকের উইকেন্ড লকডাউন বেশ সফল হয়েছে। মানুষ মোটামুটি মেনেছে। জেলা থেকে গ্রামে সংক্রমণ ছড়াচ্ছে। যোরহাট জেলাতে আক্রান্তের সংখ্যা ১২০০ ছাড়িয়ে গেছে। গোলাঘাট জেলায় ১১৪৬ জন, কাছার জেলায় ১১৯৩, হোজাই জেলায় ৮২৩ জন, নগাঁও জেলাতে ১৩৫৫ জন, ডিব্রুগড় জেলাতে ১০৩৫ জন আক্রান্ত হয়েছে। গুয়াহাটিতে ১০ হাজার বেড রেডি করা হয়েছে। গুয়াহাটিতে প্লাজমা থেরাপি দেওয়া শুরু হয়েছে। একজন সুস্থ করোনা আক্রান্ত রোগী দুজনকে প্লাজমা দিতে পারবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.