Header Ads

এক দিনেই ৫০ হাজার করোনায় আক্রান্ত যুক্তরাষ্ট্রে !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়
সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি আট লাখ ২০ হাজার ১৫৬ জন এবং মারা গেছে ৫,১৯,১৫৪ জন। তার মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২৭ লাখ ৮০ হাজার ১৫২ জন এবং মারা গেছে এক লাখ ৩০ হাজার ৭৯৮ জন।

করোনাভাইরাসের প্রকোপে সারা বিশ্বে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরেই এক নম্বরে রয়েছে। করোনায় কিছুতেই স্বস্তিজনক জায়গায় পৌঁছতে পারছে না দেশটি। গতকাল বুধবার ২৪ ঘণ্টায় অন্তত ৫০ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে।
একটানা সংক্রমণ বৃদ্ধি মনে করিয়ে দিচ্ছে মার্কিন ভাইরোলজিস্টদের সতর্কবার্তা। তাঁরা বেশ কয়েক দিন ধরেই বলে আসছিলেন, যদি সামাজিক দূরত্ববিধি লঙ্ঘন করা হয়, তাহলে অচিরেই দিনে এক লাখের বেশি মানুষ আক্রান্ত হতে পারে শুধু যুক্তরাষ্ট্রেই।
জুনের প্রথম সপ্তাহে চোখ রাখলে দেখা যায়, যুক্তরাষ্ট্রে গড়ে ২২ হাজার করে মানুষ আক্রান্ত হচ্ছিল এক দিনে। সময় যত এগিয়েছে ততই বেড়েছে আক্রান্তের সংখ্যা। জুনের শেষের দিকে গড়ে ৪২ হাজার মার্কিন নাগরিক করোনায় আক্রান্ত হতে থাকে এক দিনে। এখন সেই মাত্রাও ছাড়িয়ে গেছে সংক্রমণের পরিসংখ্যান।
ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, অ্যারিজোনা এবং টেক্সাস প্রদেশ থেকেই সবচেয়ে বেশি পরিমাণে করোনায় আক্রান্তের খবর আসছে। ন্যাশানাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকটিয়াস ডিজিসের শীর্ষ কর্মকর্তা অ্যান্টনি ফাউসি এ পরিস্থিতিতে মঙ্গলবার মার্কিন সিনেট কমিটির বৈঠকে স্পষ্ট বলেন, দিনে এক লাখ সংক্রমণের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের মতোই অবস্থা শোচনীয় ব্রাজিলের। সেখানেও প্রতিদিন অন্তত ৫০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.