Header Ads

অসমের বন্যা দুৰ্গতদের সাহায্যের আহ্বান জানালেন ভারতের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্ৰী

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ১৮ জুলাইঃ একদিকে অতিমারি করোনার প্ৰভাব, অন্যদিকে ভয়ঙ্কর বন্যায় চরম দুৰ্ভোগ পোহাচ্ছেন অসমের বিভিন্ন জেলা তথা চর এলাকার লোকজন। শুক্ৰবার বন্যা দুৰ্গতদের তাৎক্ষনিকভাবে গুরুত্ব এবং সাহায্যের আহ্বান জানালেন ভারতের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্ৰী। 

 ছবি, সৌঃ ইন্টারনেট
নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন- বন্যার কবলে পড়ে রাজ্যের বিভিন্ন জেলায় বহু লোক প্ৰাণ হারিয়েছেন। বহু লোকের ঘর বাড়ি নষ্ট হয়েছে, অন্য জায়গায় গিয়ে আশ্ৰয় নিয়েছেন। তাই তাদের তাৎক্ষনিকভাবে গুরুত্ব এবং সাহায্য দেওয়া উচিত। বন্যায় যাতে আর প্ৰাণ হানি না হয় তার জন্য প্ৰাৰ্থনা করেছেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.