Header Ads

মোদী লাদাখে পা রাখতেই উৎকণ্ঠিত প্রতিক্রিয়া চিনের !!

বিশ্বদেব চট্টোপাধ্যায় 
 
এদিন ভোরেই সবাইকে চমকে দিয়ে লেহ-র নিমুতে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহত জওয়ানদের সঙ্গে দেখা করেন। তাঁদের সঙ্গে কথা বলেন। বায়ুসেনা, আইটিবিপি-র সঙ্গে কথা
বলেন মোদী। সেনা আধিকারিকরা পুরো পরিস্থিতির কথা জানান তাঁকে। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন ভারতীয় সেনাপ্রধান এম এম নারাভানে। 
 
তবে প্রধানমন্ত্রীর এই সফরকে ভালো চোখে দেখল না চিন। লেহ সফর নিয়ে বিবৃতিও দিয়েছে বেজিং। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান এই বিষয়ে বলেন, 'ভারত ও চিন সামরিক ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে উত্তেজনা কমানোর বিষয়ে যোগাযোগ এবং আলোচনা করছে। এই মুহুর্তে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে এমন কোনও পদক্ষেপে কোনও পক্ষকেই অংশ নেওয়া উচিত নয়।' তাঁর এই তড়িঘড়ি প্রতিক্রিয়ার মধ্যে ফুটে উঠেছে তাদের উৎকণ্ঠা। 
 
এদিকে চিনের তোয়াক্কা না করে এদিন ভারতীয় সেনাকে চাঙ্গা করে তোলেন প্রধানমন্ত্রী। সেনার উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'আপনাদের বাহাদুরি অতুলনীয়। আপনাদের সাহস সেই সর্বোচ্চ অঞ্চলের চেয়ে বেশি যেখানে আপনাদের সবাই অবস্থান করছেন। আপনাদের বাহু আপনাদের ঘিরে থাকা পাহাড়ের মতো শক্তিশালী। আপনাদের আত্মবিশ্বাস, সংকল্প এখানকার শিখরের মতো অটল।'
এরপর চিনের নাম না করে মোদী বলেন, 'সম্প্রসারণবাদের যুগ শেষ, এটাই বিকাশের যুগ। ইতিহাস সাক্ষ্য দেয় যে সম্প্রসারণবাদী শক্তিগুলি হেরে গেছে বা ফিরে যেতে বাধ্য হয়েছিল। আমরা একই মানুষ যারা বংশীধারী ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করি, আবার প্রয়োজনে শ্রীকৃষ্ণকে সুদর্শন চক্র হাতে বিনাশ করতে দেখতেও চাই।'
এরপর লাদাখের উন্নয়ন নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'আমরা সীমান্ত অঞ্চলে অবকাঠামোগত উন্নয়নে ব্যয় তিনগুণ বাড়িয়েছি। আমি আমার সামনে মহিলা সৈন্যদের দিকে তাকিয়ে আছি। সীমান্তের যুদ্ধক্ষেত্রে এই দৃশ্যটি অনুপ্রেরণাজনক, আজ আমি আপনাদের গৌরবের কথা বলছি।'
আগে কথা ছিল যে পরিস্থিতি খতিয়ে দেখতে লাদাখ পরিদর্শনে যাবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও সেনাপ্রধান মুকুন্দ নারভানে। তবে শুক্রবারের সেই সফর বাতিলের সিদ্ধান্ত নেন প্রতিরক্ষামন্ত্রী। চিনের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় দিল্লি। আর সেই দেখে খেলার নীতি অনুসরণেই শুক্রবারের সফর বাতিল করার কথা জানায় রাজনাথের মন্ত্রক। তবে সীমান্ত সমস্যার মধ্যে কেন্দ্রের এই চমক হয়ত একেবারেই আশা করেনি বেজিং ও !
 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.