Header Ads

সামাজিক দূরত্ব বজায় না রাখলে, মাস্ক না পড়লে প্রতিদিন ২০০০ করে আক্রান্ত হবে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : গুয়াহাটি মহানগরের মানুষ লকডাউন বিধি মানছে না, মাস্ক পড়ছে না, সামাজিক দূরত্ব বজায় রাখছে না। যদি এভাবে চলে তবে দিনে ২০০০ করে আক্রান্ত হবে। আজ স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ৬২৭ জন আক্রান্ত হয়েছে। জানান, জি এম সি-তে ২৫৯ জন সিরিয়াস করোনা আক্রান্ত আছে। প্লাজমা থেরাপি চিকিৎসা শুরু হয়েছে। আগের সুস্থ রোগী মনীশ তীব্রয়াল দুটি ইউনিট প্লাজমা দিয়েছেন। শাহাজান আলী নামে এক সুস্থ ব্যাক্তি  প্লাজমা দান করেছেন। মন্ত্রী বলেন, লকডাউন তিন সপ্তাহ ধরে চলেছে, মানুষের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে। সরকারের রাজস্ব আদায় কমে গেছে। সরকার চায় না লকডাউন বৃদ্ধি হোক। কিন্তু যদি আক্রান্তের সংখ্যা বাড়তেই থাকে তবে লকডাউন বৃদ্ধি করা ছাড়া গত্যন্তর থাকবে না। জেলাগুলোতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ডিব্রুগড়ে আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেছে। তিনসুকিয়ায় ৪০০ ছাড়িয়েছে। বরপেটা ট্রেজারিতে ১০ জন, যোরহাটে ৫০ জন ছাড়িয়েছে, শিবসাগরে ১১৪ জন, বিশ্বনাথ জেলাতে নতুন করে ২৪৭ জন আক্রান্ত হয়েছে। মঙ্গলদৈয়ে এক ডাক্তার সহ তার পত্নী, পুত্র আক্রান্ত হয়েছে। রাজ্যে ৩০ থেকে ৪০ বছরের যুবকদের মধ্যেও করোনা আক্রান্তের খবর আসছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.