কাজিরঙায় সোনালি বাঘ কাজি-১০৬-এফ, জেনেটিক পরিবৰ্তন, লক্ষণ ভালো নয়, দাবি বন্যপ্ৰাণী বিশেষজ্ঞের
গুয়াহাটি, ১৫ জুলাই : সম্প্ৰতি সোশ্যাল মিডিয়ায় সোনালি বাঘের ছবি চৰ্চার বিষয় হয়ে উঠেছে। অসমের কাজিরঙা জাতীয় উদ্যানে বিরল এই বাঘের ছবিটি তুলেছেন ওয়াইল্ড লাইফ ফটোগ্ৰাফার জনৈক ময়ূরেশ হেন্দ্ৰে। তাঁর তোলা ছবিটি বন আধিকারিক পারবীন কাসোয়ান টুইটারে আপলোড করার পর অনেকেই ছবিগুলো দেখে আনন্দ উপভোগ করেছেন। তবে গোল্ডেন টাইগার কাজিরঙার জন্য আশীৰ্বাদ না অভিশাপ? একাংশের মাথায় এই প্ৰশ্নটিও ঘুরপাক খাচ্ছে।
ছবি, টুইটারের সৌজন্যে
২০১৪ সালে কাজিরঙার জঙ্গলে সোনালি বাঘের বিচরণ অনেকেই দেখেছেন। এর পর ২০১৬ সালেও কাজিরঙার জঙ্গলে সোনালি বাঘকে বিচরণ করতে দেখা গেছে। তবে জাতীয় উদ্যানে সোনালী বাঘের বিচরণ কোনও গৌরবের কথা নয়, মন্তব্য করেছেন বন্যপ্ৰাণী বিশেষজ্ঞ রবীন্দ্ৰ শৰ্মা। তাঁর কথায় কাজিরঙায় যে সোনালি বাঘিনীর দেখা মিলেছে তার নাম রাখা হয়েছে কাজি-১০৬-এফ। তিনি জানান, কাজিরঙায় বাঘের বাসস্থান সংকুচিত হয়ে যাওয়ার ফলে বাঘেরা নিজেদের গোত্ৰের মধ্যেই সহবাস করছে। তার জন্য বাঘের জেনেটিক পরিবৰ্তন ঘটছে। ফলে তাদের শরীরের লোম সোনালি হয়ে যাচ্ছে। এর অন্যতম কারণ বন জঙ্গল ধ্বংস। প্ৰাণীর জেনেটিক পরিবৰ্তন হওয়ার ঘটনার লক্ষণ ভালো নয়, ভয়াবহ ব্যাপার বলে দাবি করেছেন বন্যপ্ৰাণী বিশেষজ্ঞ রবীন্দ্ৰ শৰ্মা।
সৌজন্যে হিন্দুস্থান সমাচার
কোন মন্তব্য নেই