চিনের হুয়াওয়ে নিষিদ্ধ ব্ৰিটেনে !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়
চিনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়েকে নিষিদ্ধ করলো যুক্তরাজ্য। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আগেই ঘোষণা করেছেন চিনের সঙ্গে আর সুসম্পর্ক নেই তাদের। হুয়াওয়েকে ট্রাম্প প্রতিষ্ঠান ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করেছে।
এবার ব্রিটেনও চিনের এই প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়েকে তাদের ফাইভ-জি নেটওয়ার্ক থেকে নিষিদ্ধ করেছে। চিনের সঙ্গে ক্রমশ বিশ্বের প্রভাবশালী দেশগুলোর সম্পর্কের অবনতির ফল হিসাবেই নিষিদ্ধ হচ্ছে তাদের প্রতিষ্ঠান।
এর ফলে, চিনের টেলিকম কোম্পানি হুয়াওয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রতিকূল পরিস্থিতিতে পড়ে যাচ্ছে। ইতিমধ্যে ব্রিটেন ঘোষণা করেছে যে, মোবাইল সরবরাহকারীরা ৩১ ডিসেম্বরের পর থেকে হুয়াওয়ের ফাইভ-জি সরঞ্জাম কিনতে পারবে না। পাশাপাশি ২০২৭ সালের পর থেকে চিনা প্রতিষ্ঠানগুলোর ফাইভ-জি কিট তাদের নেটওয়ার্ক থেকে সরিয়ে নিতে হবে।
ডিজিটাল সেক্রেটারি ওলিভার ডাউডেন ব্রিটেনের সংসদের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে এ সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে দিয়েছেন।
এর আগে যুক্তরাষ্ট্রও একই পন্থা অবলম্বন করেছে। যুক্তরাষ্ট্রের দাবি, হুয়াওয়ে দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। যদিও হুয়াওয়ে বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে, নিরাপত্তার কথা মাথায় রেখে ইতিমধ্যেই ভারতে ৫-জি টেকনোলজির পরিকাঠোমো তৈরি করতে হুয়াওয়ের যন্ত্রপাতি বসানো বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। শুধু তাই নয় হুয়াওয়ে যেসব যন্ত্রপাতি বসিয়েছিল তা খুলে ফেলারও তোড়জোড় শুরু হয়েছে ভারতে।
.
কোন মন্তব্য নেই