Header Ads

প্রয়াত অবসরপ্রাপ্ত বন আধিকারিক সানোয়ার রহমান


নয়া ঠাহর, শিলচর : প্রয়াত বন বিভাগের অবসরপ্রাপ্ত আধিকারিক সানোয়ার রহমান। জানা গেছে কিডনিতে সমস্যার কারণে গত ১৯ জুলাই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। চাকরী ক্ষেত্রে যথেষ্ট সুনাম অর্জন করে গেছেন তিনি। অসম বনকর্মচারী সংস্থার অন্যতম অ‍্যাডভাইজার    হিসেবেও যথেষ্ট পরিচিতি ছিল তাঁর। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অসম বনকর্মচারী সংস্থার বরাক আঞ্চলিক শাখা সমিতির  সদস্যরা।

 মৃত্যুর পর রেখে গেছেন স্ত্রী, এক পুত্র, এক কন্যা, জামাতা, একনাতি সহ অসংখ্য গুনমুগ্ধদের। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বনবিভাগ সহ তাঁর পরিচিত মহলে। তাঁর মৃত্যুর খবরটি গুয়াহাটি থেকে জানান অসম বনকর্মচারী সংস্থার প্রাক্তন  সাধারণ সম্পাদক আক্রাম হুসেন তালুকদার।  অবসরপ্রাপ্ত  রেঞ্জ অফিসার তথা বন কর্মচারী সংস্থার বরাক উপত‍্যকার আঞ্চলিক সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক সরিফ উদ্দিন বড়ভূঁইয়া ও বরাকের অবসরপ্রাপ্ত ফরেস্টার শুভ সুন্দর দেব চৌধুরী প্রমুখ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.