Header Ads

দেবজিৎ সাহার অসম জয়


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : ভারত-চীন সীমান্তে তীব্র উত্তেজনাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছিল। দু-দেশের জওয়ানদের সংঘর্ষে বহু ভারতীয় জওয়ান প্রাণও হারিয়েছেন। সে সময় ভারতের জনসাধারণের মনোবল বৃদ্ধির জন্য দেশের কিছু সংগীত শিল্পী মিলে বিভিন্ন ভাষায় গানটি প্রস্তুত করেন। দেশের প্রায় প্রতিটি ভাষায় প্রস্তুত করা এই গানটিকে অসমীয়া ভাষায় কণ্ঠদান, মিক্সিং ও মাস্টারিং করেছেন সা-রে-গা-মা শীর্ষক নামের রিয়ালিটি শো-র বিজয়ী দেবজিৎ সাহা। এলাইভ ইন্ডিয়া নামের একটি সংস্থার প্রযোজনা করা এই সংগঠনের মূল থিম "এক ভারত, এক সংগীত" এবং অসমীয়া সংস্করণটির নাম দেওয়া হয়েছে "জয় মোর অসম"। এলাইভ ইন্ডিয়া পার্টনার প্রাগ চ‍্যানেল গত ২০ জুন গানটির প্রিমিয়ার  ক‍রার পর দেবজিৎ সাহা নিজের ইউটিউব চ‍্যানেলে গানটি প্রকাশ করেছেন। দেশের বিভিন্ন ভাষায় গাওয়া গানটিতে কণ্ঠদান ক‍রেছেন  বলিউডের প্রক্ষাত শিল্পী  ঊত্থপ, কুনাল গাঞ্জাবাল, উদিত নারায়ণ, কুমার শানু প্রমুখ। অন‍্যদিকে, "জয় মোর ভারত, জয় মোর অসম, সর্বদিশত সর্বপ্রথম" শীর্ষক অসমীয়া গানটি লিখেছেন রাজদ্বীপ এবং সুর দিয়েছেন সুপ্রতীক ঘোষ ও কণ্ঠদান করেছেন দেবজিৎ সাহা।
https://youtu.be/cvjLW7NIi3w

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.