গুয়াহাটিতে গণসংক্রমন শুরু, প্লাজমা থেরাপি শুরু হবে, বিজেপি সভাপতি ক্রিমিনালের মত কাজ করেছেন : হিমন্তবিশ্ব শর্মা
অমল গুপ্ত, গুয়াহাটি : গুয়াহাটি মহানগর দিল্লি মুম্বাই-এর মত করোনা সংক্রমণ দ্রুতগতিতে বাড়ছে। রাজ্যে করোনা আক্রান্তদের সংখ্যা ৮৫৪৭ জনে বৃদ্ধি পেয়েছে। শুধু গুয়াহাটি মহানগরে প্রায় ১৫০০ ছুঁতে চলেছে। গত ২৪ ঘন্টায় ৫০২ জন আক্রান্ত হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ উপসর্গহীন এবং ভ্রমণ বৃত্তান্ত না থাকা ব্যক্তিদের মধ্যে পজিটিভ বেশি করে ধরা পড়ায় দিল্লি ও মুম্বাইয়ের সঙ্গে সাদৃশ্য দেখে সাবধান করে দিয়েছে অসম সরকারকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এব্যাপারে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে টেলিফোন করেছেন। কেন্দ্রের অনুমোদন নিয়ে স্বাস্থ্যমন্ত্রী দিল্লির মত প্লাজমা থেরাপি শুরু করবে। ৪ থেকে ৫ দিনের মধ্যে প্লাজমা ব্যাংক স্থাপন করবে। আজ খানাপাড়া তে ৯০০ বেডের কোভিড হাসপাতাল উদ্বোধন করে একথা জানান। তিনি বলেন, গুয়াহাটিতে ৩০০০ বেডের কোভিড হাসপাতাল গড়ে তোলা হবে। আজকের খানাপাড়ার হাসপাতালটি ছিল উত্তর-পূর্বাঞ্চলের বৃহত্তম হাসপাতাল। গুয়াহাটির খানাপাড়া, বামুনিময়দান, ছয়মাইল ইত্যাদি এলাকাতে করোনা গণসংক্রমণের রূপ ধারণ করেছে। উদ্বেগ প্রকাশ করে হিমন্ত বলেন, মুখে মাস্ক পড়তে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, সাবধানে থাকতে হবে। বিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর হতে গিয়ে আজ নিজের দলের সভাপতি রণজিৎ দাসের বিরুদ্ধে কঠোর বাক্য ছুঁড়ে দিলেন। রণজিৎ দাসের চার নিরাপত্তা কর্মী করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন। তাই দেখে রণজিৎ দাস সওয়াব টেস্ট করার পর আজ সাংবাদিক সম্মেলন করেন। সওয়াব টেস্টের রিপোর্ট না বেরোনোর আগে বাইরে বেরোনোর জন্য স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সভাপতির নাম উল্লেখ না করে রণজিৎ দাস ক্রিমিনালের মত অপরাধ করেছেন। তিনি বলেন, আমার পত্নীও যদি এইরকম দায়িত্বহীন কাজ করতেন তাকেও ক্রিমিনালের মত অপরাধ করেছে বলতাম। রণজিৎ দাস বলেছেন, সে স্বইচ্ছায় সওয়াব টেস্ট করিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রীর আদেশ পালন করেছেন।









কোন মন্তব্য নেই