Header Ads

'মোদির ভয়েই লাদাখ থেকে লেজ গুটিয়ে পালিয়েছে চিনা লাল ফৌজ'--সিন্ধিয়া !!

বিশ্বদেব চট্টোপাধ্যায় 
 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভয়েই লাদাখ থেকে লেজ গুটিয়ে পালিয়েছে চিনা লাল ফৌজ, এমনটাই দাবি করেছেন বিজেপি নেতা ও ভারতের রাজ্যসভার সদস্য জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
মঙ্গলবার মধ্য প্রদেশে বিজেপি-র এক কর্মীসভায় দেওয়া অনলাইন ভাষণে এমন দাবি করেন তিনি।
ভাষণে সিন্ধিয়া বলেন, 'প্রধানমন্ত্রী মোদির কড়া জবাবের ফলেই ভয়ে লেজ গুটিয়ে পালাচ্ছে চিনা বাহিনী। এভাবেই প্রধানমন্ত্রী বিশ্ব মানচিত্রে ঐক্য ও সংহতির প্রতীক ভারতের জাতীয় পতাকাকে মহিমান্বিত করেছেন।'
 
আগামী কয়েক মাসের মধ্যে মধ্য প্রদেশের যে ২৪টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে, তার অন্যতম সিন্ধিয়ার আসন করেরা। উপনির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন।
কমল নাথের নেতৃত্বাধীন মধ্য প্রদেশের ক্ষমতাচ্যুত কংগ্রেস সরকারের সমালোচনা করে জ্যোতিরাদিত্য বলেন, 'আমরা সবাই মধ্য প্রদেশে একটি প্রগতিশীল ও উন্নয়নমুখী সরকার চেয়েছিলাম। কিন্তু মাত্র ১৫ মাসে তারা সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। বল্লভ ভবন (রাজ্য বিধানসভা) দুর্নীতির আখড়া হয়ে উঠেছিল। বিধায়কদের সেখানে প্রবেশ নিষিদ্ধ হয়েছিল এবং বড় বড় সোফা সেটে দালালদের বসে থাকতে দেখা যেতো। বল্লভ ভবনের কুর্সিতে কেউ বসেছিলেন আর তার চাবি ছিল অন্য কারও হাতে।'


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.