Header Ads

নিষিদ্ধ হল ফেসবুক, টিকটক, ইন্সটাগ্রামসহ ৮৯ অ্যাপ ভারতীয় সেনাবাহিনীতে !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়
কেন্দ্রীয় সরকার ৫৯ টি চীনা অ্যাপ নিষিদ্ধ করার পর এবার ৮৯টি অ্যাপ নিষিদ্ধ করল ভারতের সেনাবাহিনী। গতকাল বুধবার ভারতের সেনাবাহিনী মোট ৮৯ অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে। তবে আমজনতার জন্য ওইসব অ্যাপ চালু থাকবে। শুধু সেনাবাহিনী ওইসব অ্যাপ ব্যবহার করতে পারবে না।

ভারতের সেনাবাহিনীতে নিষিদ্ধ হওয়া অ্যাপগুলোর মধ্যে রয়েছে ফেসবুক, টিকটক, স্নাপচ্যাট, ইনস্টাগ্রাম। যেসব সেনাকর্মীদের মোবাইলে ওইসব অ্যাপ রয়েছে তা ডিলিট করে দিতে বলা হয়েছে। ১৫ জুলাইয়ের মধ্যে ওইসব অ্যাপে অ্যাকাউন্ট বন্ধ করে দিতে হবে। নিয়ম না মানলেই শাস্তি।
প্রসঙ্গত, লাদাখের গালওয়ানে ভারতীয় সেনাবাহিনীর ওপর চীনের সেনারা হামলার পর প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় কড়া নজরদারি শুরু করেছে ভারত।
ওইসব এলাকায় যুদ্ধ জাহাজ, মিসাইল, ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার কারণে ৫৯টি চীনা অ্যাপও নিষিদ্ধ করে দেওয়া হয়। তার পরেই ভারতীয় সেনাবাহিনী এ পদক্ষেপ নিল।
ফেসবুক, শেয়ারইট, ইউসি ব্রাউজার, ইউসি ব্রাউজার মিনিও ব্যবহার করা যাবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.