Header Ads

পাকু-চীনু দোস্তি-- লাদাখের পথে ২০ হাজার পাকু সেনা !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়
এক দিকে চীন-ভারতীয় প্রতিনিধিদের মধ্যে দফায় দফায় চলছে বৈঠক। সেক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা বলছে দু-পক্ষই। অন্যদিকে শোনা যাচ্ছে, পাকিস্তানের সঙ্গে যোগসাজশ চলছে চীনের। আর তাই চীনের পাশে থাকার জন্য এগিয়ে যাচ্ছে পাকিস্তানি সেনা।

সূত্র বলছে, গিলগিট-বালচিস্তান এলাকার দিকে সেনা পাঠিয়েছে পাকিস্তান। চীনা সেনার সঙ্গে যুক্ত হওয়ার জন্য ২০,০০০ অতিরিক্ত বাহিনী লাদাখ অঞ্চলের দিকে পাঠিয়েছে পাকিস্তান। মনে করা হচ্ছে, চীন-পাকিস্তান উভয়েই ভারতের সঙ্গে ‘টু ফ্রন্ট ওয়ার’ এর দিকে যেতে চাইছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে গোপনে কথাবার্তা চলছে চীনের। এমনকি পাকিস্তানের কুখ্যাত বর্ডার অ্যাকশন টিমকে (ব্যাট) দিয়ে ভারতে হামলা চালানোর পরিকল্পনাও করা হচ্ছে।
এ দিকে আবার কাশ্মীরের দিকে দলে দলে বিচ্ছিন্নতাবাদীদের পাঠানো হচ্ছে। সাম্প্রতিককালে অন্তত ১২০ জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনারা। এদের মধ্যে অধিকাংশই পাকিস্তানি জঙ্গি বলে চিহ্নিত করা হচ্ছে। ভারতীয় সেনার ওপর হামলা চালিয়ে ভারতের পরিস্থিতি টালমাটাল করে দেওয়ার ছক কষছে দুই দেশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.