Header Ads

আরেকজন বিজেপি বিধায়ক আক্রান্ত হয়েছেন



নকুল রায়, গুয়াহাটি : অসমে আবার কয়েজন বিজেপি বিধায়ক করোনায় আক্রান্ত হেয়েছেন। এর আগেও বরাকের বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু আক্রান্ত হয়েছিলন। তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বরক্ষেত্রীর বিজেপি বিধায়ক নারায়ণ ডেকা করোনায় আক্রান্ত হয়েছেন। গুয়াহাটি মহানগরে এ পর্যন্ত ৫০০-রও অধিক আক্রান্ত হয়েছেন। গত এক সপ্তাহে গুয়াহাটিতে আক্রান্তের সংখ্যা হচ্ছে ১২১২ জন। রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮৫৮২ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছেন ১৯১৭০ জন এবং মৃত্যু হয়েছে ৬৮৩ জনের। সারা ভারতে আক্রান্তের সংখ্যা ৬ লক্ষাধিক। মৃত্যু হয়েছে ১৮ হাজার। অসমে প্রায় ৬৬ জন পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন। আই সি এম আর নির্দেশ দিয়েছে, প্রতিদিন কমেও ১০ হাজার জনকে স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য। অসমে সুস্থ হয়ে ওঠেছেন ৫৮৩১ জন। স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানিয়েছেন, মালিগাঁওয়ের রেলওয়ে হাসাপাতলকে কোভিড হাসাপাতাল হিসাবে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেনাবাহিনীর বলিষ্ঠ হাসপাতালে ২৫ শতাংশ বেড বসানোর চেষ্টা করা হচ্ছে। এখন গুয়াহাটি ছাড়া অন্যান্য জেলাতেও পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠছে। ৬৬ জন পুলিশ কর্মচারী ডাক্তার সহ ল্যাবরোটরির কর্মীরাও আক্রান্ত হয়েছেন। এখন অন্যান্য জেলাতেও সংক্রমণ ছড়িয়েছে। কংগ্রেস দল অভিযোগ করেছে, সাংসদ প্রদ্যুত বরদলৈ, সভাপতি রিপুণ বরা প্রমুখদের দিল্লি থেকে সফর করে আসার পর তাদেরকে কয়ারেন্টিন সেন্টারে রাখা হয়েছে। এদিকে, স্বাস্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা দিল্লি থেকে এসে মণিপুর গেলেন, মণিপুর থেকে ফিরে এসে দিল্লি গেলেন, দিল্লি থেকে ফিরে এসে তিনি আবার মণিপুর গেলেন, অথচ তাকে কয়ারেন্টিনে রাখা হয়নি বলে অভিযোগ করেছে কংগ্রসে দল। রাজ্যপাল জগদীশ মুখীর রাজভবনের দুজন কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তাদেরকে কয়ারেন্টিনে রাখা হয়েছে। বিজেপি সভাপিত রঞ্জিত দাসের চারজন নিরাপত্তারক্ষী আক্রান্ত হেয়েছন। রাজভবনে জনগীশ মুখীও সোয়াব টেস্ট করিয়েছেন। বিজেপি সভাপতি সোয়াব টেস্ট করে ফলাফল ঘোষণার আগেই তিনি সাংবাদিক সম্মেলন করে অপরাধ করেছেন বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.