Header Ads

বিহাড়া যুধিষ্ঠির সাহা‌ কোয়ারান্টাইন সেন্টার থেকে ছাড় পেল ৫৪ শ্রমিক


নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়া: বহিঃরাজ্য থেকে আসা ৫৮ জন শ্রমিককে কোয়ারান্টিন করা হয়েছিল বিহাড়া যুধিষ্ঠির সাহা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। আগত শ্রমিকদের চারদিনের জন্য কোয়ারান্টিন করা হয় এই সেন্টারে। এদের মধ্য থেকে আজ ছাড় পায় ৫৪ জন শ্রমিক। যারা কাছাড় ও হাইলাকান্দি জেলার বিভিন্ন স্থানের বাসিন্দা। ছাড় পাওয়া শ্রমিকদের ১৪ দিনের জন্য হোম কোয়ারান্টিনে পাঠানো হয়েছে বলে জানা যায়। কোয়ারান্টিন সেন্টার থেকে ছাড়ার সময় কাটিগড়ার বিধায়ক বিধায়ক অমর চাঁদ জৈন প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের হাতে তুলে দেন চাল, ডাল, তেল, আলু, দুধ, চিনি, সাবান সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী। কোয়ারান্টিন সেন্টার থেকে ছাড় পাওয়া শ্রমিকরা নোডেল অফিসার তথা শিক্ষক নিরুপম নাথ সহ অন্য সকল ওয়ারান্টিন কর্মীদের সতস্ফুর্ত সহযোগিতার জন্য প্রশংসা করেন। বিধায়ক অমর চাঁদ জৈন সকলকে সরকার নির্দেশিত বিধি নিয়ম মেনে চলার আগ্রহ প্রকাশ করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.