Header Ads

বদরপুরে জনসম্পর্ক অভিযানের সূচনা :


প্রবীণ বিজেপি নেতা বিনোদলাল দত্ত বাড়িতে মন্ত্রী নবকুমার দোলে
নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : গত মঙ্গলবার বদরপুরে জনসম্পর্ক অভিযানের শুভারম্ভ করেন পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ণ মন্ত্রী নবকুমার দোলে। এদিন জনসম্পর্ক অভিযানের অঙ্গ হিসেবে নাহারপুরের নব্বই উর্ধ্ব প্রবীণ বিজেপি নেতা বিনোদলাল দত্তকে দেখতে সশরীরে উনার বাসভবনে যান মন্ত্রী নবকুমার দোলে। মন্ত্রীকে গামোছা ও উপহার দিয়ে বরণ করার পাশাপাশি একশো টি টাকা দিয়ে আশীর্বাদ করেন বিজেপির প্রথমসারির প্রবীণ নেতা বিনোদলাল দত্ত। উল্লেখ্য, আশির দশকের শেষ ভাগে কংগ্রেসের বিশাল বৃত্ত বরাক উপত্যকায় অদম্য সাহস আর দৃঢ় সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টির ধ্বজা বয়ে বেড়ানো তুখোড় ও বাকপটু নেতা ছিলেন শ্রীগৌরী নাহারপুরের বাসিন্দা  বিনোদলাল দত্ত। 
মন্ত্রী নবকুমার দোলে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে জানান, ভারতীয় জনতা পার্টির উদ্যোগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় কার্যকাল ও সর্বানন্দ সরকারের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে সরকারের দেওয়া বিভিন্ন পদক্ষেপ ও কোভিড-১৯ মোকাবিলায় সরকারের পদক্ষেপ নিয়ে আলোচনা করার জন্য সম্প্রতি সমগ্ৰ আসামে জনসম্পর্ক অভিযান আরম্ভ হয়েছে। এবং বদরপুর সমষ্টিতে দায়িত্ব পড়েছে নবকুমার দোলের। এরই পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার বদরপুর মণ্ডল সভাপতি রূপম কুমার পাল, মণ্ডল কার্যকর্তা, বিভিন্ন মোর্চা ও দলের কর্মকর্তাদের উপস্থিতিতে এই জনসম্পর্ক অভিযানের সূচনা করেন তিনি। এদিন দলের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি এই অঞ্চলের ঘোড়ামারা জিপি, মর্জাৎকান্দি, বাদশাবাড়ী, মালুয়া, শ্রীগৌরী, চৈতন্যনগর সহ বদরপুরের বিশিষ্টজনদের বাড়ি বাড়ি গিয়ে সম্পর্ক স্থাপন করেন মন্ত্রী দোলে।  এদিকে, পিছিয়ে পড়া অঞ্চলে মন্ত্রী নবকুমার দোলেকে দায়িত্ব দেওয়ায় বিজেপি রাজ্যিক উপ-সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামী নির্বাচনে বদরপু্র বিধানসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়ী হবে বলে আশা ব্যক্ত করেন বিশ্বরূপ বাবু।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.