Header Ads

করোনা সংক্রমণ মোকাবিলায় অসম পারে তা কলকাতা পারে না, প্রশ্ন তুলছেন ডাক্তাররা


নয়া ঠাহর, গুয়াহাটি : রাজ্যের মধ্যে হোজাইয়ে সবচেয়ে বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে। আজ হোজাইয়ে স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা একথা জানান। রাজ্যবাসীকে হোজাই সম্পর্কে সতর্ক করে দিলেন। বলেন ট্রেনে করে ২৪১৮ জন, বিমানে ৩৪০০ জন মানুষ হোজাইয়ে এসেছে। ৩০০ জন পজিটিভ, ট্রেন থেকে পালালে ৬ মাস পর্যন্ত আটকে রেখে শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি করে দেন। তিনি আজ এক কোভিড এপস-এর সূচনা করেছেন। যারা কয়রেন্টিনে থেকে নিয়ম নীতি মানবে না তাদের ধরে ফেলা যাবে। তারপর শাস্তির ব্যবস্থা হবে। রাজ্যে আজ রাত পর্যন্ত ২৩২৪ জন আক্রান্ত হয়েছে। মন্ত্রী আজ শিবসাগর, যোরহাট এবং হোজাইয়ের করোনা উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেন। করোনা মোকাবিলায় অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার নাম সারা দেশে ছড়িয়েছে। পশ্চিমবঙ্গের ডাক্তাররা বার বার অসমের হিমন্তবিশ্ব শর্মার নাম উল্লেখ করে কলকাতার দুরবস্থার সঙ্গে তুলনা করেছেন। বলছেন যা অসম পারে তা কলকাতা পারে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.