Header Ads

কাল কামখ্যা ধামে অম্বুবাচী মেলা, আজ নীলাচল পাহাড়ে জনপ্রাণী নেই, করোনা সংক্রমণ গ্রাস করেছে


অমল গুপ্ত, গুয়াহাটি : বৃষ্টিস্নাত নীলাচল পাহাড় আজকের দিনে হাজার হাজার ভক্তপ্রাণ মানুষের উপস্থিতিতে গম গম করতো আজ দেশের বিখ্যাত কামাখ্যা ধামের অম্বুবাচী মেলার আগের দিন প্রায় জনপ্রাণী নেই সুনসান অবস্থা করোনা সংক্রমণের আতঙ্ক গ্রাস করেছে মা কামাখ্যা ধামকে  মন্দির কর্তৃপক্ষ ভক্তদের মেলায় আসতে বারণ করে দিয়েছেনএবার মেলা হলে সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব হত নাকোভিড ১৯-এর গণ সংক্রমণের আশংকা থাকতোপাণ্ডু-মালিগাঁও, যেখান থেকে কামাখ্যা ধামে যাওয়ার পথ। সেখানে করোনা হটস্পট পুরো এলাকা সংক্রমণ বা কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছেগতকাল এক বাড়ির জন আক্রান্ত হয়েছে  আজ ওই এলাকার কন্টেনমেন্ট জোনে জন আক্রান্ত হয়েছেকামাখ্যা মন্দির কর্তৃপক্ষ আজ জানিয়েছে, কাল ২২ জুন, সকাল টা ৫৪ মিনিটে প্রবৃত্তি শুরু হবে ২৫ জুন রাত তা ১৮ মিনিটে নিবৃত্তিসেই দিন আর মন্দিরের দ্বার খুলবে না২৬ তারিখে পূজার্চনা শুরু হবে। তবে জনসাধারণের প্রবেশ নিষেধ আগামী ৩০ জুন থেকে জনসাধারণের জন্য মন্দির খুলে দেওয়া হবেগত ২৩ মার্চ থেকে মন্দির সাধারণের জন্য প্রবেশ নিষেধ আছে তবে রাজ্যের অন্যন্য মন্দির, মসজিদ নামঘর প্রভৃতি ধর্মস্থান গত জুন থেকে খুলে দেওয়া হয়েছেগুয়াহাটিতে বর্তমানে ১৫৫টি কন্টেনমেন্ট জোন, করোনা গণসংক্রমণে সম্ভবনা দেখা দিয়েছে তার আগেই কামাখ্যা ধামের এক পান্ডার বাড়িতে ত্রিপুরার এক মহিলা একদিন অবস্থান করার পর করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছিলেনপরে পান্ডার বাড়ির সব সদস্যকে ১৪দিন হোম কয়রেন্টিনে রাখা হয়েছিলবর্তমানে আক্রান্তের কোনো খবর নেইআজ হাজার কোলাহল, ব্যস্ততার নাম গন্ধ নেই আছে শুধু পাহাড় প্রকৃতির পাহাড়ি ঝর্ণার ঝড় ঝড় শব্দ

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.