Header Ads

" সারেন্ডার মোদী "- বলে বিজেপির তোপে কংগ্রেস নেতা রাহুল গান্ধী

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- ২১ জুন
প্রধানমন্ত্রী চিনের কাছে ভারতীয় ভূখণ্ড সমর্পণ করেছেন বলে আগেই মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী । এবার এককাঠি এগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে " সারেন্ডার মোদী " বলে কটাক্ষ করলেন তিনি । জাপান টাইমস নামের একটি সংবাদমাধ্যমে মোদীর বিদেশনীতির কড়া সমালোচনা করে একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল । জাপানের ওই সংবাদমাধ্যমটির প্রতিবেদন তুলে ধরে টুইটারে ইংরেজি surrender শব্দটিকে রাহুল surender লেখেন । টুইটারে অনেকেই এই বানান নিয়ে মুখর হন।

অসমের বিজেপি নেতা ও মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইটারে লেখেন,রাহুল গান্ধী আপনি এতটাই উত্তেজিত হয়ে পড়েছেন যে একটা বানানও ঠিকমতো লিখতে পারেন না!  আর আত্মসমর্পণ নেহরু - গান্ধী পরিবারের হলমার্ক। ১৯৬২ সালে অসম প্রায় সমর্পণ করতে বসেছিলেন পণ্ডিত নেহরু । চিনা বাহিনী যখন বোমডিলা দখল করে তখন নেহরু বলেন, অসমবাসীর জন্য আমার মন কাঁদছে । লজ্জা ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.