Header Ads

বিশ্ব পরিবেশ দিবসে বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য নিজের রোপণ করা একটি গাছকে জড়িয়ে ধরে গাছের প্রতি মমত্ত্ববোধের পরিচয়


অমল গুপ্ত, গুয়াহাটি : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ মুখ্যমন্ত্রী বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আজ গুয়াহাটির  রানী সংরক্ষিত বনাঞ্চলের চকদ্রোতে কেন্দ্রীয়ভাবে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেনমুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বৃক্ষরোপণ করেন এবং উপস্থিত সাংবাদিক সহ অন্যান্যদের গাছের চারা বিতরণ করে বলেন, আগামী বর্যার মরসুমে দেড় কোটি বৃক্ষরোপণ করা হবেতিনি পরিবেশ প্রকৃতি সংরক্ষণের তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, দূষণমুক্ত পরিবেশ গড়তে প্রত্যেককে নিয়মিত বৃক্ষরোপণের অভ্যাস করতে হবেবিজেপি 
সরকারের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, তারা রাজ্যে দূষণমুক্ত পরিবেশ গড়তে সর্বশক্তি নিয়োগ করেছেবনমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্বের কথা বলেনমুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ঋষিকেশ গোস্বামী, মুখ্য বন সংরক্ষক এম সিং, বন সংরক্ষক অবিনাশ জোশী, মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণ প্রমুখ উপস্থিত ছিলেন উপস্থিত সকলেই বৃক্ষরোপণ করেনমুখ্যমন্ত্রী আজ পঞ্চায়েত বিভাগের প্রধান কার্যালয়েও বৃক্ষ রোপন করেনবনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আজ তার সরকারি আবাসে নিজেরাই বৃক্ষরোপন করা একটি গাছকে জড়িয়ে ধরে প্রকৃতি প্রেমিক চিফকো আন্দোলনের জনক সুন্দর লাল বহুগুণা হবার চেষ্টা করেছেন।            
হিমাচল প্রদেশের প্রকৃতি প্রেমিক সুন্দরলাল বহুগুণা সকলকে নির্দেশ দিতেন যে গাছ কাটতে আসবে তাকে জড়িয়ে ধর, সেই থেকেই চিফকো আন্দোলনের সূত্রপাত আজ রাজ্যের বিভিন্ন সংগঠন বিশ্ব পরিবেশ দিবস পালন করে। গুয়াহাটি দিসপুর প্রেস ক্লাব,  জাফা-র মহানগর কমিটিও দিনটি উদযাপন করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.