Header Ads

জ্বর, গলা ব্যাথার সমস্যা হওয়ায় নিজে থেকেই আইসোলেশন হলেন দিল্লির মুখ্যমন্ত্ৰী অরবিন্দ কেজরিওয়াল

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ৮ জুনঃ জ্বর, গলা ব্যাথার সমস্যা হওয়ায় নিজে থেকেই আইসোলেশনে গেলেন দিল্লির মুখ্যমন্ত্ৰী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার তাঁর করোনা টেস্ট হবে। অতিমারি করোনার উপসৰ্গ দেখা দেওয়ার ফলে রোববার দুপুর থেকেই তিনি কারোর সঙ্গে সাক্ষাৎ করেননি। সমস্ত বৈঠক বাতিল করেছেন তিনি।  এদিকে সারা দেশের সঙ্গে দিল্লিতেও আনলক ওয়ানের অধীনে বিভিন্ন প্ৰতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। এর ফলে পরিস্থিতি আরও ভয়ানক হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই দিল্লিতে ২৭ হাজারেরও বেশি লোক করোনায় আক্ৰান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৭৬১ জনের। 
 
 ছবি, সৌঃ ইন্টারনেট
মুখ্যমন্ত্ৰীর শরীরে করোনার লক্ষণ দেখা দেওয়ায় উদ্বিগ্ন দিল্লি প্ৰশাসন। রোববার দুপুরে অন লাইনে সাংবাদিক সম্মেলন করে তাঁর অসুস্থতার কথা জানিয়েছেন। তাঁর মুখে মাস্ক পরা ছিল। দিল্লিবাসীদের চিকিৎসার জন্য কিছু বেসরকারী হাসপাতাল রিজাৰ্ভ করে রাখা হবে বলে নতুন পলিসির কথা জানিয়েছেন তিনি।
কেজরিওয়ালের অসুস্থতার খবর পেয়ে আপ নেতারা টুইট করে তাঁর সুস্বাস্থ্যের কামনা করেছেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.