Header Ads

গুয়াহাটির নুনমাটিতে ঋতুপৰ্ণ পেগুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ৫ গ্ৰেফতার

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, গুয়াহাটি, ১৩ জুনঃ  সামান্য কথাতেই কাজিয়া, তারপর গলার নলি কেটে হত্যা। মহানগরের নুনমাটিতে ঋতুপৰ্ণ পেগুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ৫ জনকে গ্ৰেফতার করল পুলিশ। ধৃতদের নাম যথাক্ৰমে হুসেন আলি, দুলাল আলি, ইব্ৰাহিম আলি, মনোয়ারা খাতুন এবং অরমান আলি। শুক্ৰবার দিন দুপুরে নুনমাটিতে আরমাণ্ড হোম ফাৰ্নিসিং নামে দোকানের সামনে ৩ জন লোক মিলে ঋতুপৰ্ণ পেগুর গলার নলি কেটে হত্যা করে । তারপর মুমূৰ্ষু অবস্থায় তাঁকে মহানগরের এক বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ডাক্তাররা তাঁকে (ঋতুপৰ্ণ পেগু)কে মৃত বলে ঘোষণা করেন। 

 ছবি, সৌঃ নিউজ ১৮ অসম
সমস্ত ঘটনা সিসিটিভিতে বন্দি হয়েছে। পুলিশ সিসিটিভি-র ফুটেজ পরীক্ষা করে প্ৰত্যেককে গ্ৰেফতার করেছে। ধৃত অরমান আলি যেখানে ঘটনাটি সংঘটিত হয়েছে সেই দোকানের মালিক এবং হুসেন আলি কৰ্মচারী। ধৃতদের বিরুদ্ধে নুনমাটি পুলিশ থানায় ২৯৪/২০ নম্বরে ভারতীয় দণ্ডবিধির ১৪৭/১৪৮/১৪৯/৩০২ ধারার অধীনে একটি কেস দায়ের হয়েছে। ধৃতদের নিরন্তর জেরা করে চলেছে পুলিশ। কী কারণে, কেন এই খুন করা হল সেইসব প্ৰশ্নের উত্তর খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ।   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.