Header Ads

অসমে সরভোগের মেধাবী পড়ুয়াকে সংবৰ্ধনা জানাল অখিল ভারতীয় বিদ্যাৰ্থী পরিষদের সরভোগ শাখা

সমীর চক্ৰবৰ্তী, বরপেটারোড, ১০ জুনঃ সদ্য ঘোষিত মাধ্যমিকে ডিষ্টিংশন পাওয়া ছাত্ৰছাত্ৰীদের অভিনন্দন জানাল অখিল ভারতীয় বিদ্যাৰ্থী পরিষদের সরভোগ শাখা। পরিষদের তরফ থেকে সরভোগ তথা বড়নগর অঞ্চলে গৌরব বয়ে আনা কৃতি ছাত্ৰ-ছাত্ৰীদের বাড়ি বাড়ি গিয়ে সংবৰ্ধনা জানানো হয়। 

সরভোগ তথা বড়নগর অঞ্চলে এবছর মাধ্যমিকে ভালো নম্বর অৰ্জন করেছে ক্ৰমে দীক্ষিতা দাস ৮৯%, রেহেনা পারবিন ৮৭.৫%, হিরকজ্যোতি দাস ৮৭%, মৃদুল চৌধুরী ৮৬.৩%, দ্বীপজ্যোতি পাঠক ৮৬.১%, সাহিল হুছেইন ৮৫.৬%,কনিষ্ক দাস ৮৫.৩% এবং মুস্কান বেগম ৮৫ শতাংশ নম্বর পেয়েছে । আগামী দিনেও  মেধাবী ছাত্ৰছাত্ৰীদের যথাসম্ভব সাহায্যের প্ৰতিশ্ৰুতি দিয়েছেন পরিষদের সদস্যরা। এই মৰ্মে বড়নগর মহাবিদ্যালয়ের ছাত্ৰ একতা সভার সাধারণ সম্পাদক তথা সংগঠনটির সরভোগ শাখার কৰ্মী কীৰ্তি কমল দাস বলেন- সংগঠনটি প্ৰত্যেক পড়ুয়ার প্ৰতি দায়বদ্ধ। শিক্ষা তথা বৌদ্ধিক বিকাশের ক্ষেত্ৰে পৰ্যায়ক্ৰমে সকলের সহযোগিতা করতে রাজি পরিষদ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.