Header Ads

টিকটক সহ মোট ৫৯ চিনা অ্যাপ ব্লক করল কেন্দ্র, ভারতে এই অ্যাপগুলো ব্যবহার করা যাবে না

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- ২৯ জুন
পূর্ব লাদাখের গালোয়ানে এক কর্নেল সহ ২০ ভারতীয় সেনার মৃত্যুর পর দেশজুড়ে চিনা পণ্য বয়কটের ডাক উঠেছে । কেন্দ্রের শাসক দল বিজেপিও পণ্য বয়কটের ডাক দিয়েছে। নানা মহল থেকে বয়কটের জন্য চাপ বাড়ছিল কেন্দ্রের উপর। এবার কেন্দ্রের পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে দেশের সুরক্ষার কথা মাথায় রেখে এইসব অ্যাপ ব্লক করা হল। মোট ৫৯ টি অ্যাপ ব্লক করা হল। 

 ছবি, সৌঃ ইন্টারনেট
তার মধ্যে জনপ্ৰিয় অ্যাপ টিকটক, শেয়ারইট, কেডব্লিউএআই, ইউসি ব্ৰাউজার, বাইডু ম্যাপ, শিইন, ক্ল্যাশ অব কিং, ডিইউ ব্যাটারি সেভার, হেল্ল, লাইকি, ইউ ক্যান মেক আপ, এমআই কমিউনিটি, সিএম ব্ৰাউজার, ভাইরাস ক্লিনার, ক্লাব ফ্যাক্টরি এগুলিও রয়েছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.