Header Ads

গুয়াহাটি লকডাউনে স্তব্ধ নাগরিক জীবন, এরকম সুনসান আগে দেখা যায়নি


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অসমে আজ পর্যন্ত ৭৪৯২ জন করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছে। ১১ জন মারা গেছেন। গত ২৪ ঘন্টায় ৩২৭ জন আক্রান্ত হয়েছে। গুয়াহাটিতে ১৪ দিন টোটাল লকডাউনের আজ প্রথম দিন ভালো সারা পাওয়া গেছে। রাস্তাঘাট ছিল জনশূন্য। তবে কিছু কিছু জায়গায় পুলিশকে বল প্রয়োগ করতে দেখা গেছে। রাজ্যের অনেক এলাকায় কয়রেন্টিনে সেন্টার বন্যার জলে প্লাবিত হয়েছে। এদিকে, আবার বৃদ্ধি পেলো ডিজেল পেট্রোলের দাম। প্রায় ১০০ টাকা লিটার ছুঁই ছুঁই। অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটেছে প্রতিটি ভোগ্য সামগ্রীর। সরকার নীরব। কংগ্রেস, আসু, জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদ প্রভৃতি দল সংগঠন অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানিয়েছে। এ আই ইউ ডি এফের প্রধান বদরুদ্দিন আজমল তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ করে বলেছেন, গরিব আম জনতার কথা ভাবেই না সরকার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.