Header Ads

অসমে ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তুলনামূলকভাবে ছেলেদের থেকে মেয়েদের পাশের হার বেশি

নয়া ঠাহর গুয়াহাটি, ২৫ জুনঃ অসমে ২০২০ সালের উচ্চ মাধ্যমিকের ফলাফল প্ৰকাশ হল। এবছর রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৩৯ হাজার ৫৭৪ জন পরীক্ষাৰ্থী। তার মধ্যে পাশের হার ৮৮.০৬ শতাংশ। এবছর ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি, মেয়েরা ৯৪.৩৩ শতাংশ উচ্চ মাধ্যমিকে পাশ করেছে । অন্যদিকে ছেলেদের পাশের হার ৯১. ০৯ শতাংশ।  

বিজ্ঞান শাখায় প্ৰথম স্থান দখল করেছে অবিনাশ কলিতা। প্ৰাপ্ত নম্বর ৪৮৬।  
বিজ্ঞান শাখায় প্ৰথম স্থান অৰ্জন করেছে বরপেটার পাঠশালার আনন্দরাম বরুয়া অ্যাকাডিমীর ছাত্ৰ অবিনাশ কলিতা। প্ৰাপ্ত নম্বর ৪৮৬। বাড়ি বজালি। ২০১৮ সালে মাধ্যমিকেও অসমের মধ্যে দ্বিতীয় স্থান অৰ্জন করেছিল।

দ্বিতীয় স্থান অৰ্জন করেছে নয়িমা ফিরদৌস বরভুঁইয়া। ফিরদৌস নগাঁওয়ের কনসেপ্ট জুনিয়র কলেজের ছাত্ৰী। প্ৰাপ্ত নম্বর ৪৮২।

তৃতীয় স্থান প্ৰীতপল বেজবরুয়া, গুয়াহাটির সাই বিকাশ জুনিয়র কলেজের ছাত্ৰ। প্ৰাপ্ত নম্বর ৪৮১।
বাণিজ্য শাখায় প্ৰথম স্থান অৰ্জন করেছে ডিব্ৰুগড়ের সল্ট ব্ৰুক অ্যাকাডেমীর ছাত্ৰ কৃষ্ণা মাহেশ্বরী। প্ৰাপ্ত নম্বর ৪৭১। দ্বিতীয় স্থান অৰ্জন করেছে হরপ্ৰিত কৌর। হরপ্ৰিত চরাইদেউয়ের সোনারি জুনিয়র কলেজের ছাত্ৰ। প্ৰাপ্ত নম্বর ৪৬৮।
তৃতীয় স্থান অৰ্জন করেছে বিনিতা সাহা, বিনিতা কাছাড় জেলার রামানুজ গুপ্ত জুনিয়র কলেজের ছাত্ৰী। প্ৰাপ্ত নম্বর ৪৬৬।


কলা শাখায় প্ৰথম স্থান অৰ্জন করেছে  দরঙের পাথারিঘাট হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্ৰী পূবালি ডেকা। তার প্ৰাপ্ত নম্বর ৪৮১।
দ্বিতীয় স্থান অৰ্জন করেছে নগাঁওয়ের রামানুজ জুনিয়র কলেজের ছাত্ৰী শ্ৰদ্ধা বরগোঁহাই।

তৃতীয় স্থান দখল করেছে প্ৰিয়াক্ষী বরা এবং সপ্তম উদিতা ইশানী কাকতি। প্ৰিয়াক্ষী , ইশানী দুজনই  নগাঁওয়ের রামানুজন কনিষ্ঠ কলেজের পড়ুয়া। প্ৰিয়াক্ষী বরা মোট নম্বর পেয়েছে ৪৭১। উদিতা ইশানী কাকতি প্ৰাপ্ত নম্বর ৪৬৯।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.