Header Ads

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ গুয়াহাটিতে জানিয়েছেন, প্রধানমন্ত্রী বাঘজানের ঘটনা মনিটরিং করছেন, কাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বিস্ফোরণ স্থল পরিদর্শনে যাবেন


অমল গুপ্ত, গুয়াহাটি : কেন্দ্রীয় পেট্টোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল আগামীকাল রবিবার তিনসুকিয়ার পাঁচ নম্বর তেলকূপের বিস্ফোরণ স্থল পরিদর্শন করবেনগত দু-সপ্তাহে বেশি সময় তেলকূপ থেকে প্রাকৃতিক গ্যাস, তেল, উদ্গীরণের সঙ্গে ব্যাপক কালো ধোঁয়ার বিষ বাঘজানের বিস্তর ক্ষতি করেছেচা বাগান, ঘর বাড়ি,  গুইজান মাগুড়ি বিল, কাছের ডিব্রু সাইখোয়া অভয়ারণ্যের পরিবেশ দূষিত হয়ে পড়েছেকেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ গুয়াহাটি বিমান বন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখী হয়ে জানিয়েছেন, বাঘজানের ঘটনা প্রধানমন্ত্রী মনিটরিং করছেন তার নির্দেশে বিশ্ব পর্যায়ের তেল বিশেযজ্ঞকে বাঘজানে পাঠানো হয়েছেসেখানে আগে তেল, গ্যাস নির্গত হওয়ার পর আগুন লেগে গেছে কেন্দ্রীয় সরকার, অসম সরকার এবং অয়েল ইন্ডিয়া কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কেন্দ্রীয় মন্ত্রী আশ্বাস দেনতিনি বলেন, বাঘজানের ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবেতিনি আশ্বাস দেন, তেলকূপের লিকেজ অবিলম্বে বন্ধ করা হবেআজ রাতে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের সঙ্গে বাঘজান নিয়ে আলোচনা হবে বলে জানানবাঘজান পরিদর্শন করে এসে বিস্তারিত জানানো হবে বলে মন্ত্রী আশ্বাস দেনবাঘজানে অয়েল ইন্ডিয়ার এবং জন এনার্জি নামে বেসরকারি কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে তিনসুকিয়া জেলা কংগ্রেস আজ অবস্থান ধর্মঘট পালন করেছে প্রদেশ সভাপতি রিপুন বরা উপস্থিত ছিলেন কংগ্রেস সিবিআই তদন্তের দাবি জানিয়েছেআলোচনপন্থী আলফা সদস্যরা তিনদিনের মধ্যে তেল, গ্যাস, আগুন উদ্গীরণ বন্ধ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেয় এই আলোচনাপন্থী আলফা সদস্যরা গতকাল ঢিহিং পাটকাইয়ে কোল ইন্ডিয়ার কয়লা উত্তোলনের সমর্থনে বিরাট জনসভা করেছেসারা দেশ প্রকৃতি প্রেমী সংগঠন ওই অভয়ারণ্যে কোল ইন্ডিয়ার কয়লা উত্তোলনের বিরোধিতা করছে। সেই দাবি মেনে কোল ইন্ডিয়া পাটকাইয়ে সাময়িকভাবে কয়লা উত্তোলন বন্ধ করেছেঅথচ আলোচনাপন্থী আলফা কোল ইন্ডিয়ার পক্ষে কয়লা উত্তোলনের সর্মথনে আন্দোলন করছে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.